খালেদা জিয়া ছিলেন গণতন্ত্রের লড়াইয়ে একমাত্র প্রেরণার উৎস: রিজভী
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, দেশের দুর্যোগপূর্ণ ও আতঙ্কজনক সময়গুলোতে বেগম খালেদা জিয়া গণতন্ত্রের পথে লড়াই চালিয়ে যাওয়ার একমাত্র প্রেরণার উৎস ছিলেন। তিনি রাজনীতিতে সততা, নিষ্ঠা ও অঙ্গীকারের বিরল দৃষ্টান্ত রেখে গেছেন।
শুক্রবার (২ জানুয়ারি) রাজধানীতে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে স্মরণে আয়োজিত এক শোকসভায় এসব কথা বলেন রিজভী।
আরও পড়ুন: নারীদের এনজিও ঋণের দায়িত্ব নেবে সরকার: মির্জা ফখরুল
তিনি বলেন, একটি পরিবারের ক্ষেত্রে যেমন মায়ের উপস্থিতি সন্তানদের সাহস ও শক্তি জোগায়, তেমনি শত হুমকি ও প্রতিকূলতার মুখেও দেশ ত্যাগ না করে খালেদা জিয়া গোটা জাতির অভিভাবক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন। তিনি যা বলতেন, তা বাস্তবায়নের চেষ্টা করতেন এবং কখনও অসত্য প্রতিশ্রুতি দেননি। তার রাজনৈতিক আদর্শ ভবিষ্যৎ প্রজন্মের জন্য গুরুত্বপূর্ণ শিক্ষা হয়ে থাকবে বলেও মন্তব্য করেন রিজভী।
বেগম খালেদা জিয়ার অসাম্প্রদায়িক মানসিকতার কথা তুলে ধরে রিজভী বলেন, তিনি বিশ্বাস করতেন—এই দেশ হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিষ্টান ও ক্ষুদ্র নৃগোষ্ঠীসহ সবার। তার শাসনামলে সব ধর্মের মানুষ নিজেদের নিরাপদ মনে করত। পূজা উদ্যাপন ফ্রন্টের নেতাকর্মীদের উপস্থিতিতে তিনি আরও বলেন, বেগম খালেদা জিয়া কখনও ধর্মীয় বিভেদে বিশ্বাস করতেন না এবং সব ধর্মের মানুষের প্রতি তার সমান মমতা ছিল।
আরও পড়ুন: যারাই বিভ্রান্ত করার চেষ্টা করবে, তাদের ‘গুপ্ত’ বলবেন: তারেক রহমান
শোকসভায় রুহুল কবির রিজভী বেগম খালেদা জিয়ার মৃত্যুকে ‘পরিকল্পিত হত্যাকাণ্ড’ হিসেবে উল্লেখ করেন। তিনি অভিযোগ করেন, ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার ষড়যন্ত্রের মাধ্যমে তাকে ধীরে ধীরে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে। তিনি বলেন, প্রতিপক্ষের কটুক্তি ও বিদ্রুপের মুখেও খালেদা জিয়া কখনও কুরুচিপূর্ণ মন্তব্য করেননি, যা তার চারিত্রিক ও সাংস্কৃতিক উচ্চতার পরিচয় বহন করে।
শোকসভার শেষপর্যায়ে রিজভী প্রয়াত নেত্রীর আত্মার শান্তি কামনা করেন। তিনি বলেন, বেগম খালেদা জিয়া কোটি মানুষের হৃদয়ে যে স্থায়ী স্থান করে নিয়েছেন, তা কখনও মুছে যাওয়ার নয়। অনুষ্ঠানে বিএনপি ও এর বিভিন্ন অঙ্গ-সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।





