এটাই আমার শেষ নির্বাচন, আপনারা আমাকে সুযোগ করে দেবেন: মির্জা ফখরুল

Sadek Ali
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৪:০২ অপরাহ্ন, ২৯ জানুয়ারী ২০২৬ | আপডেট: ৪:০২ অপরাহ্ন, ২৯ জানুয়ারী ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

এটাই আমার শেষ নির্বাচন, আপনারা আমাকে সুযোগ করে দেবেন—এমন মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, নির্বাচনে সততা হারিয়ে গেছে, তবে বিএনপি সেই সততা ধরে রাখার চেষ্টা করছে।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সকালে ঠাকুরগাঁও সদর উপজেলার সালন্দর ইউনিয়নের কালীতলা এলাকায় নির্বাচনি গণসংযোগে এসব কথা বলেন তিনি। মির্জা ফখরুল বলেন, ভোট একটি বড় আমানত। সেই আমানত তার হাতে তুলে দেওয়ার আহ্বান জানান তিনি। “আমি আপনাদের চেনা লোক”—এ কথা উল্লেখ করে তিনি ভোটারদের সমর্থন চান।

আরও পড়ুন: যারাই বিভ্রান্ত করার চেষ্টা করবে, তাদের ‘গুপ্ত’ বলবেন: তারেক রহমান

গণসংযোগে তিনি বলেন, বিএনপি ভিক্ষা বা দয়ার রাজনীতিতে বিশ্বাস করে না, বরং কাজের মাধ্যমে বাঁচতে চায়। এজন্য প্রশিক্ষণের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, শুধু এমএ-বিএ পাস করলেই চাকরি পাওয়া যায় না। প্রশিক্ষণ নিয়ে বিদেশে গিয়ে ভালো আয় করার সুযোগ রয়েছে। শিক্ষার্থীদের সেই পথে এগিয়ে নিতে হবে।

তিনি আরও বলেন, দীর্ঘ ১৫ বছর ধরে এসব কথা বলার সুযোগ পাননি তারা। “আমাদের শুধু পিটিয়েছে আর মামলা দিয়েছে। এখন আমরা কাজ করতে চাই,”—বলেন মির্জা ফখরুল। তিনি সংগঠন গড়ে তোলার আহ্বান জানিয়ে বলেন, সংগঠনের মাধ্যমেই উন্নয়নমূলক কাজ বাস্তবায়ন করা হবে। সবজি সংরক্ষণের জন্য কোল্ড স্টোরেজ এবং নারীদের জন্য কুটির শিল্পে প্রশিক্ষণের ব্যবস্থা করার প্রতিশ্রুতিও দেন তিনি।

আরও পড়ুন: ১৪ হাজার সাংবাদিকের তথ্য ফাঁস!

ঠাকুরগাঁওকে নিজের জন্মস্থান উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, তার বাবা, তিনি নিজে এবং তার ছোট ভাই একসময় পৌরসভার চেয়ারম্যান ছিলেন। আওয়ামী লীগ সরকারের সময় ছোট ভাই চেয়ারম্যান থাকা সত্ত্বেও কোনো বরাদ্দ দেওয়া হয়নি বলে অভিযোগ করেন তিনি। সরকার পরিবর্তনের পর শহরের সড়ক উন্নয়ন কাজ শুরু করা সম্ভব হয়েছে বলেও জানান।

তিনি বলেন, “আমরা রাজনীতি করে ব্যবসা করি না। বাপের জমিজমা বিক্রি করে রাজনীতি করেছি। যা ছিল তার অর্ধেক শেষ।” বক্তব্যের শেষ দিকে তিনি আবারও বলেন, “এটাই আমার শেষ নির্বাচন, আপনারা অতীতের মতো এবারও ভোট দিয়ে আমাকে সুযোগ করে দেবেন।”

এ সময় বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।