এলাকায় উৎসবের আমেজ

আজ রাজশাহী ও বগুড়ায় যাচ্ছেন তারেক রহমান

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১১:২৯ পূর্বাহ্ন, ২৯ জানুয়ারী ২০২৬ | আপডেট: ১১:২৯ পূর্বাহ্ন, ২৯ জানুয়ারী ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বগুড়ার সন্তান হিসেবে দীর্ঘ ১৯ বছর পর নিজ জেলায় আসছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। স্থানীয়দের মধ্যে তার আগমন ঘিরে আবেগ ও উৎসাহের সৃষ্টি হয়েছে। জেলা বিএনপি নেতারা জানিয়েছেন, এই জনসভায় তারেক রহমান ভবিষ্যৎ বাংলাদেশের রাজনৈতিক ও অর্থনৈতিক রূপরেখা তুলে ধরবেন।

বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোশারফ হোসেন জানান, রাজশাহী ও নওগাঁয় আয়োজিত নির্বাচনি জনসভা শেষে আজ বগুড়ার উদ্দেশে রওনা দেবেন তারেক রহমান। পথে তিনি দুপচাঁচিয়া ও কাহালুতে পথসভায় বক্তব্য দেবেন। এরপর রাত আনুমানিক ৮টার দিকে বগুড়া শহরের ঐতিহাসিক আলতাফুন্নেছা খেলার মাঠে নির্বাচনি জনসভায় ভাষণ দেবেন।

আরও পড়ুন: যারাই বিভ্রান্ত করার চেষ্টা করবে, তাদের ‘গুপ্ত’ বলবেন: তারেক রহমান

তিনি আরও বলেন, “তারেক রহমানের আগমনকে ঘিরে বগুড়ায় বিএনপি নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উদ্দীপনা বিরাজ করছে। বিএনপি চেয়ারম্যান হিসেবে তিনি দলের নির্বাচনি অঙ্গীকার ও কর্মপরিকল্পনা জনসমক্ষে তুলে ধরবেন।”

বিএনপির মিডিয়া সেল সূত্র জানায়, আজ দুপুর সাড়ে ১২টায় তারেক রহমান রাজশাহীতে পৌঁছাবেন। ঐতিহাসিক রাজশাহী আলিয়া মাদ্রাসা মাঠে আয়োজিত জনসভায় তিনি ধানের শীষ প্রতীক আনুষ্ঠানিকভাবে প্রার্থীদের হাতে তুলে দেবেন। এরপর বিকেলে নওগাঁয় আরেকটি জনসভায় অংশ নেবেন।

আরও পড়ুন: ১৪ হাজার সাংবাদিকের তথ্য ফাঁস!

নওগাঁর জনসভা শেষে তিনি বগুড়ার উদ্দেশে রওনা দেবেন। জনসভা শেষে শহরতলির ছিলিমপুর এলাকায় অবস্থিত চার তারকা হোটেল নাজ গার্ডেনে রাতযাপন করবেন। তার আগমন উপলক্ষে হোটেলটি সাজানো হয়েছে।

সূত্র জানায়, বগুড়ায় অবস্থানকালে তারেক রহমান বায়তুর রহমান সেন্ট্রাল মসজিদ, শহীদ জিয়াউর রহমান শিশু হাসপাতাল ও জেলা বিএনপির কার্যালয় পরিদর্শন করবেন। ৩০ জানুয়ারি সকালে তিনি বগুড়া শহরের চারমাথা, বারপুর ও সাবগ্রামসহ বিভিন্ন এলাকায় গণসংযোগ ও পথসভা করবেন।

এদিন তিনি বগুড়া-৭ (গাবতলী-শাজাহানপুর) আসনে পৃথক পথসভায় বক্তব্য দেবেন। পরে গাবতলীর বাগবাড়ীতে পিতৃভূমিতে যাবেন। ৩১ জানুয়ারি সকালে তিনি রংপুরের উদ্দেশে রওনা হবেন।

এদিকে তারেক রহমানের জনসভা সফল করতে জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশার নেতৃত্বে আলতাফুন্নেছা খেলার মাঠে শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে।

এ ছাড়া দীর্ঘ ২২ বছর পর আজ রাজশাহী সফরেও যাচ্ছেন তারেক রহমান। রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা ময়দানে আয়োজিত জনসভায় প্রধান অতিথির ভাষণে তিনি রাজশাহী অঞ্চলের মানুষের জন্য ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরবেন এবং আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী, নাটোর ও চাঁপাইনবাবগঞ্জের ১৩টি আসনে ধানের শীষের প্রার্থীদের পরিচয় করিয়ে দেবেন।