নেতাকর্মীদের মাঝে উৎসবমুখর পরিবেশ

আজ রংপুর যাচ্ছেন তারেক রহমান

Sadek Ali
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৯:৫১ পূর্বাহ্ন, ৩০ জানুয়ারী ২০২৬ | আপডেট: ১০:০০ অপরাহ্ন, ৩১ জানুয়ারী ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

আজ শুক্রবার রংপুরে আসছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। দীর্ঘ ২২ বছর পর তার এই সফরকে ঘিরে রংপুর জেলা ও মহানগর বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা নতুন করে উজ্জীবিত হয়েছেন। ইতোমধ্যে চলছে ব্যাপক প্রচার-প্রচারণা।

দলীয় সূত্রে জানা গেছে, তারেক রহমান প্রথমে বগুড়া সফর শেষে সড়কপথে রংপুরের উদ্দেশে রওনা দেবেন। পথে পীরগঞ্জ উপজেলার জাফরপাড়ায় জুলাই আন্দোলনের শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করবেন তিনি।

আরও পড়ুন: যারাই বিভ্রান্ত করার চেষ্টা করবে, তাদের ‘গুপ্ত’ বলবেন: তারেক রহমান

এরপর বিকাল সাড়ে ৪টায় রংপুর মহানগরীর কালেক্টরেট ঈদগাঁহ মাঠে আয়োজিত নির্বাচনি জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন বিএনপি চেয়ারম্যান।

তারেক রহমানের এই সফরকে ঘিরে শুধু রংপুর মহানগরী নয়, গোটা জেলার নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। দীর্ঘদিন পর শীর্ষ নেতার সরাসরি উপস্থিতিতে দলীয় কার্যক্রমে নতুন করে প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে বলে জানিয়েছেন নেতাকর্মীরা।

আরও পড়ুন: ১৪ হাজার সাংবাদিকের তথ্য ফাঁস!

বিশেষ করে পীরগঞ্জ এলাকায় তার আগমনকে কেন্দ্র করে সাজ সাজ রব দেখা গেছে। দলীয় নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষের মধ্যেও তৈরি হয়েছে ব্যাপক কৌতূহল। অনেকেই তাকে এক নজর দেখার অপেক্ষায় রয়েছেন।

এদিকে তারেক রহমানকে স্বাগত জানাতে রংপুর মহানগর ও জেলার বিভিন্ন উপজেলা থেকে বিএনপি ও অঙ্গ সংগঠনের সহস্রাধিক নেতাকর্মী পীরগঞ্জে উপস্থিত হবেন বলে জানা গেছে। সেখান থেকে শোভাযাত্রা সহকারে তাকে রংপুর শহরে নিয়ে আসার প্রস্তুতি চলছে।

রাত যাপনের পর আগামীকাল শনিবার সড়কপথে ঢাকার উদ্দেশে রওনা দেবেন বিএনপি চেয়ারম্যান।