জামায়াত–শিবিরের হামলার শিকার হচ্ছেন বিএনপির নারী কর্মীরা: রিজভী
বিএনপির নারী কর্মী ও সমর্থকরা নিয়মিতভাবে জামায়াত ও ছাত্র শিবিরের হামলা, হুমকি ও হয়রানির শিকার হচ্ছেন বলে অভিযোগ করেছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
শুক্রবার (৩০ জানুয়ারি) সকালে গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে ভুক্তভোগী নারী কর্মীদের সঙ্গে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।
আরও পড়ুন: যারাই বিভ্রান্ত করার চেষ্টা করবে, তাদের ‘গুপ্ত’ বলবেন: তারেক রহমান
রিজভী বলেন, ধর্মকে হাতিয়ার করে একটি রাজনৈতিক দলের বট বাহিনী সামাজিক যোগাযোগমাধ্যমে নারীদের নিয়ে অশ্লীল ও কুরুচিপূর্ণ মন্তব্য করছে। শুধু অনলাইনেই নয়, মাঠের রাজনীতিতেও জামায়াত ও ছাত্র শিবিরের কর্মীরা বিএনপির নারী নেতাকর্মীদের শারীরিক ও মানসিকভাবে হেনস্তা করছে।
তিনি আরও বলেন, বিএনপির নারী কর্মীদের নিয়মিত হুমকি দেওয়া হচ্ছে, যা সরাসরি নারী নিরাপত্তা ও গণতান্ত্রিক রাজনীতির জন্য হুমকিস্বরূপ।
আরও পড়ুন: ১৪ হাজার সাংবাদিকের তথ্য ফাঁস!
জামায়াতের রাজনৈতিক অবস্থান তুলে ধরে রুহুল কবির রিজভী বলেন, দলটির কোনো নারী সংসদ সদস্য প্রার্থী নেই। জামায়াত ক্ষমতায় গেলে দেশের নারীরাই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে।
তিনি অভিযোগ করেন, জামায়াতের আমির প্রকাশ্যে বলেছেন—তাদের দলের প্রধান কখনো কোনো নারী হতে পারবেন না। এটি দলটির নারী বিষয়ে দৃষ্টিভঙ্গিরই প্রতিফলন।
সংবাদ সম্মেলনে বিএনপির পক্ষ থেকে নারী কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে রাষ্ট্র ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা হয়।





