লক্ষ্মীপুরে জামায়াত আমির

হ্যাঁ ভোটের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠা হবে: ডা. শফিকুর রহমান

Sanchoy Biswas
জাহাঙ্গীর লিটন, লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রকাশিত: ৬:০৭ অপরাহ্ন, ৩০ জানুয়ারী ২০২৬ | আপডেট: ৭:০৫ অপরাহ্ন, ৩০ জানুয়ারী ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বাংলাদেশ জামায়াতের আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, আগামী ১২ তারিখ হ্যাঁ ভোট এবং ১১ দলীয় জোটের যে প্রার্থীকে নির্বাচিত করা হবে, তার মাধ্যমে জনগণের সরকার কায়েম করা হবে। সারা বাংলাদেশে ন্যায় ও ইনসাফের পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে। তিনি বলেন, জনগণের উত্তাল সমুদ্র দেখে তারা ভয় পায়। আমরা ন্যায়-বিচার প্রতিষ্ঠা করতে চাই। শিশু থেকে বৃদ্ধ—সবাইকে সমানভাবে বিচার নিশ্চিত করা হবে। যে অপরাধ করেছে, সে অপরাধের শাস্তি পেতে বাধ্য হবে। প্রধানমন্ত্রীসহ সকলের জন্য বিচার সমান হবে এবং কোনো দায়মুক্তি দেওয়া হবে না।

শুক্রবার (৩০ জানুয়ারি) বিকেলে লক্ষ্মীপুর আদর্শ সামাদ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত নির্বাচনি জনসভায় তিনি এসব কথা বলেন।

আরও পড়ুন: যারাই বিভ্রান্ত করার চেষ্টা করবে, তাদের ‘গুপ্ত’ বলবেন: তারেক রহমান

জামায়াত আমীর আরও বলেন, এবারের নির্বাচনে একটি ইতিহাস রচিত হবে—ন্যায় ও ইনসাফের পক্ষে, বাংলাদেশকে অর্থনৈতিক মুক্তি দেওয়ার, চাঁদাবাজ ও দূর্নীতিবাজদের থেকে মুক্ত করার এবং বেকারত্ব দূর করার পক্ষে। সেই বাংলাদেশ গড়তে তিনি সকলের প্রতি আহ্বান জানান।

তিনি আরও বলেন, অতীতে যারা রাষ্ট্রের সম্পদ চুরি করে বিদেশে পাচার করেছে, আল্লাহ আমাদের দায়িত্ব দিলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এসব সম্পদ রাষ্ট্রীয় কোষাগারে রাখা হবে এবং দেশের উন্নয়নে কাজে লাগানো হবে। এই মানুষরা চোরাই ভোটের অন্ধকার গলির নায়ক। নিজেরা অপকর্ম করে আমাদের ঘাড়ে দোষ চাপিয়েছে, আমরা নির্দোষ এবং কখনো অপকর্মের সঙ্গে জড়িত ছিলাম না। আমরা এসব ঘটনা বের করে বিচার নিশ্চিত করবো।

আরও পড়ুন: ১৪ হাজার সাংবাদিকের তথ্য ফাঁস!

জামায়াত আমীর বলেন, “মনে রাখবেন, সেদিন যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমাদের মেয়েদের গায়ে হাত দেওয়া জাতি ক্ষমা করেনি, গর্জে উঠেছিল, ফুঁসে উঠেছিল, আজকেও কেউ যদি মেয়েদের গায়ে হাত দেয়, তারা নিজেদের কবর রচনা করবে।”

পরে তিনি লক্ষ্মীপুর-১ আসনের শাপলা কলির প্রার্থী মাহবুব আলম, লক্ষ্মীপুর-২ আসনের দাঁড়িপাল্লার প্রার্থী রুহুল আমিন ভূঁইয়া, লক্ষ্মীপুর-৩ আসনের প্রার্থী রেজাউল করিম ও লক্ষ্মীপুর-৪ আসনের প্রার্থী হাফিজ উল্যাহর হাতে নির্বাচনী প্রতীক তুলে দেন।

জেলা জামায়াতের আমীর রুহুল আমিন ভূঁইয়ার সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন জামায়াতের নির্বাচন পরিচালনা কমিটির প্রধান এটিএম মাসুম, শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সেক্রেটারি আতিকুর রহমান, ডাকসুর ভিপি সাদিক কায়েম, শিবিরের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মুতাসিম বিল্লাহ সাহেদী, জাকসুর জিএস মাজহারুল ইসলাম ও চাকসুর জিএস সাঈদ বিন হাবিব প্রমুখ।