বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব শুরু, কাল আখেরি মোনাজাত

Any Akter
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৯:৪৬ পূর্বাহ্ন, ১০ ফেব্রুয়ারী ২০২৪ | আপডেট: ৫:২৮ পূর্বাহ্ন, ১০ ফেব্রুয়ারী ২০২৪
বিশ্ব ইজতেমা ময়দান। ছবিঃ সংগৃহীত
বিশ্ব ইজতেমা ময়দান। ছবিঃ সংগৃহীত

ইবাদত-বন্দেগি ও যিকির-আসকারে মশুগুল মুসল্লিদের নিয়ে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব শুরু শনিবার (১০ফেব্রুয়ারি)। দ্বিতীয় পর্বে আছেন দিল্লির মাওলানা সাদ আহমদ কান্ধলভীর ছোট ছেলে মাওলানা ইলিয়াস বিন সাদ কান্ধলভীর। তাদের উদ্দেশে বয়ান করছেন দেশ-বিদেশের শীর্ষ আলেমরা। লাখো মুসল্লির জমায়েতে মুখর টঙ্গীর তুরাগ তীরের বিশ্ব ইজতেমা প্রাঙ্গণ। বয়ানে অংশ নিচ্ছেন মাওলানা সাদের অনুসারীরাও। ৫৪টি দেশ থেকে এসেছেন তাবলিগ জামায়াতের ৭ হাজারের বেশি সদস্য। 

শনিবার (১০ফেব্রুয়ারি) সকাল ১০টা ৩০ মিনিটে বয়ান করবেন মাওলানা আব্দুল আজিম (ভারত), যোহরের পরে বয়ান করবেন মাওলানা শরিফ (ভারত) বাংলা তরজমা-মাওলানা মাহমুদুল্লাহ। আসরের পরে বয়ান-মাওলানা ওসমান (পাকিস্তান), বাংলা তরজমা-মাওলানা আজিম উদ্দিন।  মাগরিবের পরে বয়ান-মুফতি ইয়াকুব (ভারত), বাংলা তরজমা-মাওলানা মনির বিন ইউসুফ।

আরও পড়ুন: নুসুক অ্যাপ এখন থেকে ইন্টারনেট ছাড়াই ব্যবহার করা যাবে

আগামীকাল রোববার(১১ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত হবে আখেরি মোনাজাত। আর এর মধ্য দিয়েই শেষ হবে এবারের বিশ্ব ইজতেমা। আখেরি মোনাজাত পরিচালনা করবেন মাওলানা সাদের ছেলে মাওলানা ইউসুফ বিন সাদ। এদিন ফজরের পরে বয়ান করবেন মুফতি মাকসুদ (ভারত), বাংলা তরজমা-মাওলানা আব্দুল্লাহ। বয়ানের পরেই হেদায়েতের কথা ও দোয়া পরিচালনা করবেন মাওলানা ইউসুফ বিন সাদ (ভারত), বাংলা তরজমা-মাওলানা মনির বিন ইউসুফ।

এর আগে গতকাল শুক্রবার (৯ ফেব্রুয়ারি) বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব শুরু হলেও মুসল্লিদের ভিড় বেড়ে যাওয়ায় বৃহস্পতিবার সকাল থেকেই শুরু হয়েছে বয়ান। বুধবার সকাল থেকেই দেশের বিভিন্ন এলাকা থেকে আসতে থাকেন মুসল্লিরা।  ইজতেমায় মাওলানা সাদ কান্ধলভীর আসার ব্যাপারে আলোচনা চলছে বলে জানিয়েছেন ধর্মমন্ত্রী ফরিদুল হক খান। ইজতেমা মাঠ পরিদর্শনে এসে তিনি বলেন, মাওলানা সাদকে আনার জন্য তার পক্ষের লোকজন কাজ করছেন। সরকারের সঙ্গেও তাদের কথা চলছে। সমঝোতার মধ্যে হয়তো তাকে আনা সম্ভব হতে পারে।

আরও পড়ুন: ঐতিহাসিক হোসেনি দালান থেকে তাজিয়া মিছিল শুরু