এইচএসসি ও সমমানের পরীক্ষা
২৯ জুন থেকে সব কোচিং সেন্টার বন্ধ

আসন্ন এইচএসসি ও সমমানের পরীক্ষা উপলক্ষে আগামী ২৯ জুন থেকে ১১ আগস্ট পর্যন্ত দেশের সব কোচিং সেন্টার বন্ধ থাকবে। বুধবার (৫ জুন) এইচএসসি ও সমমানের পরীক্ষা-২০২৪ উপলক্ষে শিক্ষা মন্ত্রণালয়ে অনুষ্ঠিত জাতীয় মনিটরিং ও আইনশৃঙ্খলা কমিটির সভায় এই সিদ্ধান্ত হয়। সভায় সভাপতিত্ব করেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী। সভা শেষে মন্ত্রণালয়ে সংবাদ সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি।
শিক্ষামন্ত্রী বলেন, এইচএসসি পরীক্ষায় প্রশ্ন ফাঁস কিংবা পরীক্ষার্থীদের নিকট উত্তর সরবরাহে জড়িত হলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে প্রশাসন। এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনী ও জেলা প্রশাসন সতর্ক রয়েছে। এ ছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশ্ন ফাঁস সংক্রান্ত গুজব এবং এ কাজে তৎপর চক্রগুলোর বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে। বন্যা ও অন্যান্য প্রাকৃতিক দুর্যোগের কথা মাথায় রেখে আগাম প্রস্তুতি নেওয়া হয়েছে। এরপরেও কোনোভাবে পরীক্ষা নেওয়া সম্ভব না হলে সেগুলো পরে নেওয়া হবে।
আরও পড়ুন: তুষারের ‘নগ্ন ভিডিও’ ছড়িয়ে দেওয়ার হুমকি নীলার
আগামী ৩০ জুন শুরু হবে এইচএসসি ও সমমানের পরীক্ষা, চলবে ১১ আগস্ট পর্যন্ত। এরপরে শুরু হবে ব্যবহারিক পরীক্ষা।এ বছর এইচএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেবে মোট ১৩ লাখ ৫৯ হাজার ৩শ ৪২ জন শিক্ষার্থী।