বাংলাদেশের দাবি না মানলে বিশ্বকাপ থেকে সরে আসতে পারে পাকিস্তান
টি-টোয়েন্টি বিশ্বকাপের কাউন্টডাউন শেষ পর্যায়ে এসে টুর্নামেন্টের ভবিষ্যৎ নতুন করে সংকটে পড়েছে। বাংলাদেশকে কেন্দ্র করে তৈরি হওয়া অনিশ্চয়তা এখন একক কোনো ইস্যু নয়। নিরাপত্তাজনিত উদ্বেগের কারণে ভারতের মাটিতে নিজেদের ম্যাচ সরিয়ে নেওয়ার দাবি জানিয়ে অনড় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এই সংকটের মাঝেই এবার পাকিস্তানও বাংলাদেশের পাশে দাঁড়িয়েছে, তাদের দাবি না মানলে বিশ্বকাপে অংশগ্রহণ নাও করতে পারে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ এখনো চূড়ান্ত হয়নি। ভারতের ভেন্যুতে খেলতে অনিচ্ছুক বাংলাদেশ শ্রীলঙ্কায় ম্যাচ আয়োজনের দাবি জানালেও এ বিষয়ে এখনো সিদ্ধান্ত দেয়নি আইসিসি। ফলে বাংলাদেশের বিশ্বকাপ খেলার ভাগ্য ঝুলে রয়েছে অনিশ্চয়তায়।
আরও পড়ুন: ভুটানকে ১২ গোল দিয়ে উড়িয়ে দিল বাংলার মেয়েরা
এ পরিস্থিতিতে বাংলাদেশের পাশে থাকার ইঙ্গিত দিয়েছে পাকিস্তান। দেশটির সংবাদমাধ্যম জিও নিউজ জানিয়েছে, বাংলাদেশ সরকারের অবস্থানকে ‘যুক্তিসংগত ও গ্রহণযোগ্য’ মনে করছে পাকিস্তান সরকার। প্রয়োজনে পাকিস্তান নিজেও বিশ্বকাপে অংশগ্রহণের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করতে পারে।
জিও নিউজের প্রতিবেদনে পাকিস্তান সরকারের একাধিক সূত্রের বরাতে বলা হয়, ভারত সফরে দল না পাঠানোর সিদ্ধান্তে বাংলাদেশের সঙ্গে যোগাযোগ করেছে পাকিস্তান। যদি বাংলাদেশের সমস্যার সমাধান না হয়, তাহলে টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের অবস্থান নতুন করে ভাববে ইসলামাবাদ।
আরও পড়ুন: ভারতে বিশ্বকাপ আয়োজনে অনিশ্চয়তা, যা জানালো বিসিসিআই
নাম প্রকাশে অনিচ্ছুক এক পাকিস্তানি কর্মকর্তা বলেন, “বাংলাদেশের দাবির পেছনের কারণগুলো বাস্তবসম্মত। এসব বাস্তবায়ন করা উচিত।”
সূত্র আরও জানায়, কোনো দেশকে ভয় দেখানোর সুযোগ দেওয়া উচিত নয় ভারতকে। এ বিষয়ে বাংলাদেশকে পূর্ণ সমর্থনের আশ্বাস দিয়েছে পাকিস্তান।
এর আগে মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার পর বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আইসিসিকে চিঠি দিয়ে জানায়, তারা ভারতে গিয়ে বিশ্বকাপ খেলবে না। একাধিক দফা আলোচনা হলেও বিসিবি তাদের অবস্থানে অনড় রয়েছে।
সর্বশেষ শনিবার(১৭ জানুয়ারি) ঢাকায় আইসিসির প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের পর বিসিবি স্পষ্ট করে জানায়, শ্রীলঙ্কায় ম্যাচ না হলে বিশ্বকাপে অংশ নেবে না বাংলাদেশ।





