সাফ অনূর্ধ্ব-১৯ নারী চ্যাম্পিয়নশিপ
ভুটানকে ১২ গোল দিয়ে উড়িয়ে দিল বাংলার মেয়েরা
সাফ অনূর্ধ্ব-১৯ নারী চ্যাম্পিয়নশিপে দুর্দান্ত সূচনা করেছে বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশ। টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে ভুটানকে ১২-০ গোলের বিশাল ব্যবধানে হারিয়েছে বাংলার মেয়েরা।
দলের হয়ে সর্বোচ্চ চার গোল করেন মুনকি আক্তার। এছাড়া হ্যাটট্রিক করেন তৃষ্ণা রাণী।
আরও পড়ুন: ভারতে বিশ্বকাপ আয়োজনে অনিশ্চয়তা, যা জানালো বিসিসিআই
শনিবার (৩১ জানুয়ারি) নেপালের পোখরায় অনুষ্ঠিত ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে বাংলাদেশ। তবে প্রথম গোল পেতে কিছুটা সময় লাগে।
প্রথমার্ধেই বড় লিড
আরও পড়ুন: রেকর্ড ব্যবধানে স্কটল্যান্ডকে হারাল বাংলাদেশের মেয়েরা
ম্যাচের ২৮ মিনিটে মামনি চাকমার গোলে এগিয়ে যায় বাংলাদেশ। এরপর প্রথমার্ধের শেষ চার মিনিটে আরও তিনটি গোল করে দলটি।
* ৪৩ মিনিটে গোল করেন তৃষ্ণা রাণী
* ৪৪ মিনিটে এবং ইনজুরি সময়ে জোড়া গোল করেন মুনকি আক্তার
ফলে বিরতিতে বাংলাদেশ ৪-০ গোলে এগিয়ে যায়।
দ্বিতীয়ার্ধে গোলের বন্যা
বিরতির পর আরও ভয়ংকর রূপে আক্রমণে নামে বাংলাদেশ। দ্বিতীয়ার্ধে ভুটানের জালে আরও ৮ বার বল পাঠায় বাংলার মেয়েরা।
ম্যাচের ৫৪ ও ৬০ মিনিটে গোল করে নিজের হ্যাটট্রিক পূর্ণ করেন তৃষ্ণা রাণী।
৭৩ মিনিটে গোলের খাতা খুলেন আলপি আক্তার। এরপর ৮৬ মিনিটে দ্বিতীয় গোল এবং শেষ বাঁশি বাজার কয়েক সেকেন্ড আগে নিজের হ্যাটট্রিক পূর্ণ করেন তিনি।
মুনকি আক্তারও ৮১ মিনিটে গোল করে নিজের হ্যাটট্রিক সম্পন্ন করেন।
অধিনায়ক অর্পিতা বিশ্বাস ইনজুরি সময়ে একটি গোল করেন।
শেষ পর্যন্ত ১২-০ গোলের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলার বাঘিনীরা।





