আসছে ইনস্টাগ্রাম অ্যাপ থেকেই রিলস ডাউনলোড
ইনস্টাগ্রাম ব্যবহারকারীদের জন্য বেশ সুখবরই বটে। খুব শীঘ্রই ইনস্টাগ্রাম অ্যাপে নিজেদের পছন্দের রিলসগুলো ডাউনলোড করার নতুন ফিচার পেতে চলেছেন তারা। শুধু কি তাই? ডাউনলোড করা এই রিলস শেয়ারও করা যাবে নানা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। সম্প্রতি একটি অনুষ্ঠানে নতুন এই ফিচারের কথা ঘোষণা করেছেন ইনস্টাগ্রামের প্রধান অ্যাডাম মোসেরি।
সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের মধ্যে ইনস্টাগ্রামেই সবচেয়ে বেশি রিলস তৈরি হয়। শুধুমাত্র রিলস বানিয়েই জনপ্রিয়তার শিখরে উঠেছেন সোশ্যাল মিডিয়ার বহু ইনফ্লুয়েন্সার। সেই রিলস পছন্দ হলেও, তা ডাউনলোড করে সংগ্রহে রাখা যায় না। স্বল্প দৈর্ঘ্যের এই ভিডিওগুলো শুধুমাত্র দেখেই খুশি থাকতে হত ব্যবহারকারীদের এতদিন।
আরও পড়ুন: অস্ট্রেলিয়ায় সোশ্যাল মিডিয়া নিষেধাজ্ঞা নিয়ে ইউটিউবের সতর্কবার্তা, শিশুদের ঝুঁকি বাড়বে
এবার পালটে যাবে ইনস্টাগ্রামের এই সেটিংস। জানা গেছে, প্রত্যেকটি রিলসের পাশেই থাকবে ডাউনলোডের অপশন। সেখান থেকে ডাউনলোড করলেই সোজা ফোনের গ্যালারিতে সেভ হবে পছন্দের ভিডিওটি।





