ঈদের ট্রেনযাত্রা শুরু

আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে আজ থেকে অগ্রিম টিকিটে ঘরমুখো মানুষের প্রথম যাত্রা শুরু হয়েছে। সোমবার (২৪ মার্চ) সকাল ৬টায় রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে রাজশাহীর উদ্দেশে ছেড়ে যায় ধূমকেতু এক্সপ্রেস। এর মাধ্যমে ঈদুল ফিতরের ট্রেনযাত্রা শুরু হলো।
এ ছাড়া সারাদেশের বিভিন্ন জায়গায় চলাচল করা ট্রেনগুলোও চলবে বিশেষ ব্যবস্থায়। আজ যারা যাত্রা করছেন, তাদের অগ্রিম টিকিট গত ১৪ মার্চ বিক্রি করে বাংলাদেশ রেলওয়ে। আর এই টিকিট বিক্রি কার্যক্রম চলে ২০ মার্চ পর্যন্ত।
আরও পড়ুন: ঢাকা-সিলেট মহাসড়কে ২০ কিমি যানজট
সরেজমিনে দেখা গেছে, স্টেশনে ঘরমুখো মানুষের ঢল। তারা ভোরের আলো না ফুটতেই এসে হাজির হয়েছেন, যাতে ট্রেন না মিস হয়ে যায়। সবার চোখে-মুখেই আনন্দের ছাপ।
এদিকে বিনা টিকিটের যাত্রী প্রতিরোধে কমলাপুর, বিমানবন্দর, জয়দেবপুর, চট্টগ্রাম, ময়মনসিংহ, সিলেট, রাজশাহী, খুলনাসহ দেশের বিভিন্ন স্টেশনে জিআরপি, আরএনবি, বিজিবি ও স্থানীয় পুলিশ এবং র্যাবের সহযোগিতায় সার্বক্ষণিক প্রহরার ব্যবস্থা করা হয়েছে।
আরও পড়ুন: যান্ত্রিক ত্রুটিতে বিমান বাংলাদেশের দুটি ফ্লাইট বাতিল
একইসঙ্গে নাশকতা প্রতিরোধে চলন্ত ট্রেন, স্টেশন ও রেললাইনে আরএনবি, জিআরপি ও রেলওয়ে কর্মচারীদের কার্যক্রম আরও জোরদার করা হয়েছে। পাশাপাশি র্যাব, বিজিবি, স্থানীয় পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সক্রিয় সহযোগিতায় নাশকতাকারীদের কঠোরভাবে দমনের উদ্যোগ নেওয়া হয়েছে।