চুয়াডাঙ্গায় তীব্র তাপদাহ, তাপমাত্রা ৪২.২ ডিগ্রি

Abid Rayhan Jaki
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৪:২৯ অপরাহ্ন, ২৫ এপ্রিল ২০২৪ | আপডেট: ১২:৫৬ অপরাহ্ন, ২৫ এপ্রিল ২০২৪
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

গত কয়েকদিন ধরে চুয়াডাঙ্গায় তীব্র তাপদাহ বিরাজ করছে। বৃহস্পতিবার বিকেল ৩টায় জেলার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪২.২ ডিগ্রি সেলসিয়াস, যা এ বছরের সর্বোচ্চ। এই অস্বাভাবিক তাপদাহের কারণে জনজীবনে ব্যাপক বিপর্যয় ঘটেছে। মানুষ তীব্র গরম ও ভ্যাপসা আবহাওয়ায় অস্বস্তিতে ভুগছে। তীব্র তাপে বাইরে বের হওয়া প্রায় অসম্ভব হয়ে পড়েছে।

এদিকে তাপদাহে স্বস্তি মিলছে না কোথাও। তীব্র গরমে একটু স্বস্তি পেতে গাছের ছায়ায় আশ্রয় নিচ্ছে মানুষ। তবে, ভ্যাপসা গরমে শান্তি মিলছে না সেখানেও। পুকুর ও সেচ পাম্পের পানিতে গোসল করে শান্তি খুঁজছেন অনেকে। কেউ আবার পান করছেন ফুটপাতের অস্বাস্থ্যকর পানীয়। চলমান হাসপাতালে বাড়ছে গরমজনিত রোগীর সংখ্যা। তীব্র তাপদাহে ব্যাহত হচ্ছে কৃষিকাজ। নষ্ট হচ্ছে মাঠের ফসল।

আরও পড়ুন: জেনে নিন ঘূর্ণিঝড় এরিনের সর্বশেষ অবস্থান

চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জামিনুর রহমান বলেন, আজ তাপমাত্রা কয়েক ডিগ্রি বেড়েছে। যা তীব্র তাপদাহ থেকে অতি তীব্র তাপদাহে পরিণত হয়েছে। এপ্রিল মাসজুড়ে এমন পরিস্থিতি থাকতে পারে।


আরও পড়ুন: আগামী ৭২ ঘণ্টায় দেশের ২০টি জেলা বন্যার কবলে পড়তে পারে