বঙ্গোপসাগরে লঘুচাপ, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত
উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। ফলে সাগর বিক্ষুব্ধ রয়েছে এবং দমকা হাওয়ার শঙ্কায় দেশের চারটি সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সকালে আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে জানানো হয়েছে, লঘুচাপের প্রভাবে উত্তর বঙ্গোপসাগর এলাকায় সঞ্চালনশীল মেঘমালা তৈরি হচ্ছে। এ কারণে উত্তর বঙ্গোপসাগর, বাংলাদেশের উপকূলীয় অঞ্চল এবং সমুদ্রবন্দরগুলোর ওপর দিয়ে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।
এজন্য চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে উপকূলের কাছাকাছি থেকে চলাচল করতে বলা হয়েছে। গভীর সাগরে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
আরও পড়ুন: মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা পঞ্চগড়ে: বেড়েছে শীতের তীব্রতা
আবহাওয়াবিদ হাফিজুর রহমান জানিয়েছেন, বর্তমানে সৃষ্ট লঘুচাপটি আরও শক্তিশালী হয়ে নিম্নচাপে পরিণত হতে পারে। তবে এটি ভারতীয় উপকূলের দিকে সরে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে। এর প্রভাবে বাংলাদেশের উপকূলীয় এলাকায় কিছুটা বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।
মঙ্গলবারও দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে গত ক’দিনের তুলনায় বৃষ্টির পরিমাণ কিছুটা কম থাকতে পারে। ভারী বৃষ্টির সম্ভাবনা না থাকলেও মৌসুমি বায়ুর প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে বিক্ষিপ্তভাবে হালকা বা মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে।
আরও পড়ুন: মাঝামাঝি শৈত্যপ্রবাহের আভাস, উত্তরাঞ্চলে হিমেল হাওয়া
এছাড়া, আজ দেশের দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।





