লামায় ট্রাক উল্টে দুই শ্রমিক নিহত ও চার জন আহত

ছবিঃ সংগৃহীত
বান্দরবানের লামা উপজেলায় শ্রমিক বহনকারী একটি ট্রাক উল্টে ২ জন নিহত এবং আরও ৪ জন আহত হয়েছেন।
বুধবার (২২ মে) সকাল ৮টার দিকে উপজেলার ফাইতং ইউপির বদরটিলা নামক স্থানে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ফাইতং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওমর ফারুক।
আরও পড়ুন: খালেদা জিয়ার ৮০তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে নেত্রকোণায় যুবদলের মিলাদ মাহফিল
জানা গেছে, ট্রাকটি রাস্তা ঢালাইয়ের কাজে শ্রমিক নিয়ে যাচ্ছিল। তবে তাৎক্ষণিকভাবে দুর্ঘটনার কারণ ও নিহতদের নাম পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
আরও পড়ুন: জৈন্তাপুরে জাফলং থেকে লুট হওয়া ৭ হাজার ঘনফুট পাথর উদ্ধার