নরসিংদীতে ইটের চাপায় স্বামী-স্ত্রীর মৃত্যু
ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডবের পর দমকা হাওয়া ও বৃষ্টিতে নরসিংদীর ঘরের ইটের নিচে চাপা পড়ে স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৮ মে) সকালে সদর উপজেলার নজরপুর ইউনিয়নের ছগারিয়াপাড়ায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, ছগরিয়াপাড়া এলাকার মৃত আক্কেল আলীর পুত্র কালু মিয়া (৭৫) এবং তার স্ত্রী সবমেহের বেগম (৬০)। এ বিষয়ে নিহতের ছেলে ইব্রাহিম মিয়া বলেন, ভোরে নামাজ আদায় করছিলেন বাবা-মা। টানা বৃষ্টিপাত এবং ঝড়ের কারণে বিশাল স্তুপ করে রাখা ইট ঘরের ওপর ধসে পড়ে। এ সময় টিনের বেড়া এবং চালা ভেঙে তাদের ওপর ইট পড়ে তারা মারা যান। পরে আশপাশের লোকজন ইট সরিয়ে তাদের মরদেহ উদ্ধার করেন।
আরও পড়ুন: সাবেক রাষ্ট্রপতির সড়কে টেম্পু ছাড়া কিছুই চলে না: ফাওজুল কবির
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি চেয়ারম্যান সাইফুল হক স্বপন। তিনি বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়েছি। ঘরের পাশেই এক ব্যবসায়ীর ইটের স্তুপ ভেঙে পড়ে তাদের মৃত্যু হয়েছে। এ বিষয়ে জানতে ইট রাখা ওই ব্যবসায়ী আব্বাস ফকিরের সঙ্গে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।





