আড়াই ঘণ্টা পর রাণীনগরের ট্রেন চলাচল স্বাভাবিক

Any Akter
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ২:১৯ অপরাহ্ন, ০৪ জুন ২০২৪ | আপডেট: ৯:৫৮ পূর্বাহ্ন, ০৪ জুন ২০২৪
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

রানীনগরের চিলাহাটি থেকে ছেড়ে আসা রাজশাহীগামী বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনের একটি বগির স্প্রিং সকাপ ভেঙে যাওয়ায় আজ মঙ্গলবার (০৪ জুন) ট্রেনটি বিকল হয়ে পড়ে। রাণীনগরের বড়বড়িয়া বিজয়কান্দি এলাকায় ঘটনাটি ঘটে। বিকল বগিটি রেখেই ট্রেনটি রাজশাহীর উদ্দেশ্যে ছেড়ে যায়। প্রায় আড়াই ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

মঙ্গলবার (৪ জুন) সকাল আনুমানিক পৌনে ১০টায় উপজেলার বড়বড়িয়া বিজয়কান্দি এলাকায় ট্রেনটির পেছনের বগির স্প্রিং সকাপ ভেঙে যায়।

আরও পড়ুন: খালেদা জিয়ার ৮০তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে নেত্রকোণায় যুবদলের মিলাদ মাহফিল

এতে ট্রেনটির যান্ত্রিক ত্রুটির কারণে প্রায় আড়াই ঘণ্টা বন্ধ ছিল উওরবঙ্গের সঙ্গে ঢাকা, খুলনা ও রাজশাহী রেল যোগাযোগ। এরপর দুপুর ১২টা ২০ মিনিটে সকল ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

জানা গেছে, চিলাহাটি থেকে ছেড়ে আসা রাজশাহীগামী বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনটি মঙ্গলবার সকাল পৌনে ১০টার দিকে রাণীনগর স্ট্রেশন ছেড়ে আত্রাইয়ের দিকে যাচ্ছিল। এ সময় রাণীনগরের বড়বড়িয়া বিজয়কান্দি এলাকায় পৌঁছালে ট্রেনটির পেছনের একটি বগির স্প্রিং সকাপ ভেঙে যায়। এতে ট্রেনটি মাঝ পথেই দাঁড়িয়ে যায়।

আরও পড়ুন: জৈন্তাপুরে জাফলং থেকে লুট হওয়া ৭ হাজার ঘনফুট পাথর উদ্ধার

প্রায় দেড় ঘন্টা পর বগিটিকে রেখেই বরেন্দ্র এক্সপ্রেস রাজশাহীর উদ্দেশ্যে ছেড়ে যায়। আর ওই ট্রেনের ‘ক’ বগি উদ্ধারের জন্য সান্তাহার থেকে বিকল্প ইঞ্চিন নিয়ে যাওয়া হয়। এতে এই রুটে চলাচলকারী সকল ট্রেন যোগাযোগ বন্ধ হয়ে পড়ে। এরপর দুপুর ১২টা ২০ মিনিটে বিকল বগিটি উদ্ধার করে রাণীনগর স্টেশনে নিয়ে এসে রাখা হয়। এরপর এ রুটে চলাচলকারী সকল ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

রাণীনগর স্টেশন মাস্টার মো. মানিক বলেন, বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনের ‘ক’ নং বগির নিচে স্প্রিং সকাপ ভেঙে যাওয়ায় ট্রেন চলাচল বন্ধ হয়ে গিয়েছিল। বিকল বগিটি উদ্ধার করে রাণীনগর স্টেশনে নিয়ে আসা হয়েছে। এরপর দুপুর ১২টা ২০ মিনিটে সকল ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।