ডিম বোঝাই পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে চালক ও হেলপার নিহত

টাঙ্গাইলের কালিহাতীতে দ্রুতগতির পিকআপভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের পিছনে ধাক্কা লেগে চালক ও হেলপার নিহত হয়েছে। বৃহস্পতিবার (৬ জুন) ভোর রাতে মমতা ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের উপজেলার আনালিয়াবাড়ীর এলাকায় এই ঘটনা ঘটে।
নিহতরা হলেন, কুষ্টিয়া সদর উপজেলার মুনসুর আলীর ছেলে ও চালক শিপন আলী (৪০) এবং বাগেরহাট জেলার কান্দাপাড়া গ্রামের মৃত শেখ আলিমুদ্দিনের ছেলে শেখ মুহাম্মদ আসলাম (৫৫)।
আরও পড়ুন: খালেদা জিয়ার ৮০তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে নেত্রকোণায় যুবদলের মিলাদ মাহফিল
এলেঙ্গা ফায়ার সার্ভিসের টিম লিডার বিল্লাল হোসেন বলেন, ভোররাতে উত্তরবঙ্গ থেকে ছেড়ে আসা একটি ডিম বোঝাই পিকআপ ভ্যান ঢাকার দিকে যাচ্ছিলো। পিকআপভ্যানটি আনালিয়াবাড়ীর ৯ নম্বর ব্রিজের কাছে আসার পর নিয়ন্ত্রণ হারিয়ে অন্য একটি ট্রাকের পিছনে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই চালক ও হেলপার নিহত হয়।
তিনি আরো জানান, উদ্ধার শেষে মরদেহ ও ক্ষতিগ্রস্থ গাড়ি বঙ্গবন্ধু সেতুপূর্ব থানায় হস্তান্তর করা হয়।
আরও পড়ুন: জৈন্তাপুরে জাফলং থেকে লুট হওয়া ৭ হাজার ঘনফুট পাথর উদ্ধার