বৃক্ষরোপণ প্রতিযোগিতায় কিশোরগঞ্জ জেলা কৃষক লীগের তৃতীয় স্থান অর্জন

সারা বাংলাদেশে কৃষকলীগের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি প্রতিযোগিতায় কিশোরগঞ্জ জেলা কৃষক লীগ তৃতীয় স্থান অর্জন করেছে। গত ১৫ জুন গণভবনে বাংলাদেশ কৃষক লীগের উদ্যোগে ৩ মাস ব্যাপী বৃক্ষরোপন -২০২৪ কর্মসূচির উদ্বোধন এবং ২০২০-২১ সালের বৃক্ষরোপণ কর্মসূচিতে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
২০২০ সালে সারা বাংলাদেশে কৃষকলীগের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি প্রতিযোগিতায় কিশোরগঞ্জ জেলা কৃষক লীগ তৃতীয় স্থান অর্জন করায় জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বাচ্চু'র হাতে পুরষ্কার তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আরও পড়ুন: খালেদা জিয়ার ৮০তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে নেত্রকোণায় যুবদলের মিলাদ মাহফিল
প্রধানমন্ত্রী শেখ হাসিনা'র কাছ থেকে পুরষ্কার নিতে পেরে আনন্দে আপ্লুত হয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বাচ্চু।তিনি বলেন,আমি গর্বিত মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কাছ থেকে পুরষ্কার নিতে পেরে।এই অর্জন কিশোরগঞ্জ জেলা কৃষকলীগের সকল নেতাকর্মীর।