সিলেট কারাগারে লুঙ্গি পেছিয়ে হাজতির আত্মহত্যা

Any Akter
সিলেট সংবাদদাতা
প্রকাশিত: ২:৪৪ অপরাহ্ন, ৩১ অগাস্ট ২০২৪ | আপডেট: ১১:৩৯ পূর্বাহ্ন, ০৬ ডিসেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

সিলেট কেন্দ্রীয় কারাগারে ফজল আমিন (৫৮) নামে এক এক হত্যা মামলার আসামি গলায় লুঙ্গি পেঁচিয়ে আত্মহত্যার চেষ্টা চালালে গুরুতর অবস্থায় তাকে এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। শুক্রবার (৩০ আগস্ট) বিকেল সাড়ে ৪টায় এ ঘটনা ঘটে। ফজল আমিন সুনামগঞ্জ জেলার মধ্যনগর থানার নিশ্চিন্তপুর গ্রামের দৃমন খাঁর ছেলে।

কারা সূত্র জানায়, ফজল আমিনকে  ৩ আগস্ট সুনামগঞ্জ থেকে সিলেট কেন্দ্রীয় কারাগারে স্থানান্থর করা হয়। তার মানসিক অবস্থা খারাপ থাকায় তাকে চিকিৎসার জন্য এখানে নিয়ে আসা হয়। আমিনের হাজতি ছিল নম্বর-৩৯/২৪। 

আরও পড়ুন: অমানবিক পুশইনের শিকার অন্তঃসত্ত্বা ভারতীয় নারী সোনালী খাতুনকে বিএসএফের কাছে হস্তান্তর করলো বিজিবি

তিনি শুক্রবার বিকালে কারাগারে নিজের পরিধানের লুঙ্গি গলায় পেঁচিয়ে আত্মহত্যার চেষ্টা চালালে কারাগার কর্তৃপক্ষ দ্রুত তাকে উদ্ধার করে ওসমানী হাসপাতালে প্রেরণ করা হয়। সেখানে নেওয়ার পর জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক সৌমিত্র চক্রবর্তী শুক্রবার রাতে বলেন, বিকেল সাড়ে ৪টার দিকে ওই হাজতিকে হাসপাতালে মৃত অবস্থায় নিয়ে আসা হয়। তাকে হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ময়না তদন্তের পর তার মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

আরও পড়ুন: জামালপুরের আলোচিত মনিরুল হত্যা মামলার এজাহারভুক্ত আসামি ব্রাহ্মণবাড়িয়া থেকে গ্রেফতার

উল্লেখ্য, চলতি বছরের ৩ জুন সিলেট কেন্দ্রীয় কারাগারে ইউনুস আলী নামের আরেক হাজতি গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন। ওই ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে দুই কারারক্ষী ও একজন সহকারী হেড ওয়ার্ডকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়।