টাঙ্গাইলে রড মিস্ত্রীকে জবাই করা মরদেহ উদ্ধার

Any Akter
টাঙ্গাইল সংবাদদাতা
প্রকাশিত: ১:২০ অপরাহ্ন, ৩১ জানুয়ারী ২০২৫ | আপডেট: ১২:২৫ অপরাহ্ন, ০৬ ডিসেম্বর ২০২৫
টাঙ্গাইল মানচিত্র। ছবিঃ সংগৃহীত
টাঙ্গাইল মানচিত্র। ছবিঃ সংগৃহীত

টাঙ্গাইল সদর উপজেলায় দাইন্যা ইউনিয়নে ফুলচান (১৮) নামের এক রডমিস্ত্রীকে জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা। বিষয়টি নিশ্চিত করেছেন দাইন্যা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান লাভলু মিয়া লাবু। 

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) রাত ৭টার দিকে দাইন্যা ইউনিয়নের বসাকপাড়া রোড ছোট বিন্নাফৈর  এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ফুলচান ওই এলাকার স্বন্দেশ মিয়ার ছেলে।

আরও পড়ুন: অমানবিক পুশইনের শিকার অন্তঃসত্ত্বা ভারতীয় নারী সোনালী খাতুনকে বিএসএফের কাছে হস্তান্তর করলো বিজিবি

স্থানীয়রা জানান ফুলচান ছেলেটি অত্যন্ত ভালো। তার কোন এত বড় ধরনের শত্রু আছে বলে মনে হয় না। এই ঘটনা দেখে আমরাও হতভম্ব। তাই প্রশাসনের কাছে অতি দ্রুত এই ফুলচানের আসামিদেরকে খুঁজে বের করা দরকার। তা না হলে এলাকার আইন-শৃঙ্খলার উপর আস্থা হারাবেন জনগণ। 

দাইন্যা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান লাভলু মিয়া লাবু জানান, রাত ৭টা দিকে স্থানীয় লোকজন রাস্তার উপর ফুলচানের জবাই করা মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রস্তুতি নিচ্ছে।

আরও পড়ুন: জামালপুরের আলোচিত মনিরুল হত্যা মামলার এজাহারভুক্ত আসামি ব্রাহ্মণবাড়িয়া থেকে গ্রেফতার

ধারণা করা হচ্ছে রাত সাড়ে সাতটা থেকে আটটার মধ্যে দুর্বৃত্তরা তাকে জবাই করে মরদেহটি ফেলে রেখে গেছে।