গ্যারেজে লিফলেট বিতরণ, স্বেচ্ছাসেবকলীগ ওয়ার্ড সেক্রেটারি সহ দুইজন গ্রেপ্তার

ছবিঃ সংগৃহীত
আওয়ামী লীগের লিফলেট বিতরণের ভিডিও ভাইরাল হওয়ায় নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবকলীগের ২০নং ওয়ার্ডের সেক্রেটারি জামান মিয়া ও কর্মী সাইদুল ইসলামকে গ্রেপ্তার করেছে বন্দর থানা পুলিশ।
সোমবার রাত সাড়ে ১২ টায় সোনাকান্দা জামান অটো রিকশার গ্যারেজ থেকে জামান মিয়াকে ও রূপালী থেকে সাইদুলকে গ্রেপ্তার করা হয়।
আরও পড়ুন: খালেদা জিয়ার ৮০তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে নেত্রকোণায় যুবদলের মিলাদ মাহফিল
গত দুই দিন বন্দর উপজেলা কলাগাছিয়া ও থানা সোনাকান্দায় কর্মসূচি হিসেবে লিফলেট বিতরণ করার চেষ্টা করে তারা। কর্মসূচি শেষ দিনে, বুধবার যে কোনো এক সময় নিজ অটোরিকশার গ্যারেজে লিফলেট বিতরণ করেন জামান মিয়া ও নেতা কর্মীরা। ওই ভিডিও আওয়ামী লীগের ভেরিফাই ফেসবুকে ভাইরাল তাদেরকে চিহ্নিত করে গ্রেপ্তার করে।