সাতক্ষীরা শ্যামনগরে কথিত ভন্ড পীর মিজান গ্রেফতার

সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার ঈশ্বরীপুর ইউনিয়নের অন্তাখালী জামিয়া ইসলামিয়া হুসাইনাবাদ মাদ্রাসার কথিত ভন্ড পীর রহমান মিজানকে শ্যামনগর থানা পুলিশ গ্রেফতার করেছে। শ্যামনগর থানায় দায়ের কৃত ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার মামলায় মঙ্গলবার (১৮ই ফেব্রুয়ারী) সকালে তার আস্থানা(মাদ্রাসা) থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মিজানুর রহমান ধুমঘাট অন্তাখালী গ্রামের মৃত দ্বীনদার গাজীর ছেলে। এ সময় তার ছায়া সংগী ও জামাতা শরীয়তপুরের সখিপুর উপজেলার মোল্লাবাজার গ্রামের নুরুল হুদার ছেলে আবু নাইমকেও গ্রেফতার করা হয়। উপজেলার সংকর কাঠি গ্রামের সিদ্দিকুল ইসলাম নামের একজন ব্যক্তি প্রতারণা এবং ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার অভিযোগে শ্যামনগর থানায় মামলা দায়ের করেন, মামলা নম্বর ২০।
অভিযোগকারী সিদ্দিকুল ইসলাম জানান মিজানুর রহমানের বিরুদ্ধে নিজেকে আল্লাহ পাকের কুতুব ও অলি দাবি করে অসংখ্য মানুষের অন্তর চক্ষু খুলে দেওয়ার নামে অর্থ সম্পদ হাতিয়ে নেয়ার কথা সহ কথিতপীর মিজানের নির্দেশনায় তাহার জামাতা আবু নাঈম "শরীয়তের মানদন্ডে অলিগণের হালাত" নামে একটি বই প্রকাশ করেন ২০১৬ সালে, যাহার ভিতর বিভিন্ন স্থানে মহান আল্লাহ এবং রাসূল (সঃ) এর শানে অবজ্ঞা প্রদর্শন করা হয়েছে। বইটিতে দাবী করা হয় পাকের সাথে মানুষের কথা হয় বান্দার ইচ্চায় মহান আল্লাহ অনেক সময় নিজের হুকুম পরিবর্তন করেন। এছাড়াও তিনি আরো অভিযোগ করেন মিজান মোদের মতো তার কাছ থেকেও নগদ তিন লক্ষ টাকা নিয়েছেন টাকা চাইলে তিনি বলেন 'মাওলা দিচ্ছেন না' পাশাপাশি বিভিন্ন রকম টালবাহানা করে তাড়িয়ে দিয়েছিলো।
আরও পড়ুন: সাদা পাথর রক্ষায় প্রশাসনের ৫ দফা সিদ্ধান্ত
এদিকে কথিত ভন্ড পীর মিজানুর রহমান মিজানকে দ্রুত গ্রেফতারের দাবিতে শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সাংবাদ সম্মেলন করেন চাঁদপুর জেলার মহামায়াবাজারের মোঃ বেলায়েত হোসেনের ছেলে ইমরান হোসেন, শরীয়তপুরের সখিপুর থানার মাজারকান্দি গ্রামের মৃত বশির আহমেদের ছেলে জাফর আহমেদ, ঢাকা পল্লবীর রূপনগর টিনশেড এলাকার মোঃ আব্দুল হান্নানের ছেলে আব্দুল হালিম। তারা নিজেদের ভুক্তভোগী দাবি করে বলেন ভন্ড পীর মিজান তাদেরকে আল্লাহর অলি বানিয়ে দেওয়ার আশ্বাসে সাত বছর জাবত তার আস্থানা তথা মাদ্রাসায় থাকতে বাধ্য করা হয়। এ সময় অন্তর চক্ষু খুলে দেওয়ার আশ্বাস এবং আল্লাহর দিদার লাভের কথা বলে তাদের সাথে প্রতারণা করা হয় যা সম্পূর্ণ মিথ্যা। নানা অজুহাতে মানুষের কাছ থেকে অর্থ সম্পদ হাতিয়ে নিয়ে তা তাকে 'মাওলা' দিয়েছেন বলতেন। এমনকি নিজের ছেলে ইউসুফকে রাসুলের 'জামাতা' বলতেন তিনি। পাশাপাশি আল্লাহপাকের সাথে তার নিয়মিত কথা হয় বলে দাবি করতেন বলে উক্ত সংবাদ সম্মেলনে দাবি করা হয়।
এ বিষয়ে জানতে চাইলে শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ হুমায়ুন কোভিদ মোল্লা জানান, মামা সিদ্দিকুল ইসলাম এর দায়েরকৃত মামলায় মিজানুর রহমান ও আবু নাঈমকে গ্রেফতার করা হয়েছে। ভন্ড পীর মিজানের গ্রেফতার খবর ছড়িয়ে পড়লে শ্যামনগর উপজেলা সদরে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে অনুষ্ঠিত হয়েছে। আনন্দ মিছিলে সর্বস্তরের জনসাধারণ সহ পার্শ্ববর্তী বিভিন্ন এলাকার আলেমগন উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: পাবনায় অনির্দিষ্টকালের জন্য ডাকা পরিবহণ ধর্মঘট প্রত্যাহার