মানিকগঞ্জে মোবাইল কিনে না দেওয়ায় ছেলের আত্মহত্যা

Sanchoy Biswas
মানিকগঞ্জ সংবাদদাতা
প্রকাশিত: ৮:১৭ অপরাহ্ন, ০৯ এপ্রিল ২০২৫ | আপডেট: ২:২৪ অপরাহ্ন, ১৫ অগাস্ট ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

মানিকগঞ্জ পৌরসভায় মোবাইল কেনার টাকা না পেয়ে বাবা-মায়ের সাথে অভিমান করে রাকিবুল ইসলাম (১৯) নামের এক কিশোরের আত্মহত্যার অভিযোগ উঠেছে।

বুধবার (৯ এপ্রিল) বিকেলে মানিকগঞ্জ পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের উচুটিয়া এলাকার নিজ বাড়ি থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে থানা পুলিশ।

আরও পড়ুন: মাধবপুরে চাঁদাবাজির অভিযোগে ছাত্রদল নেতা গ্রেফতা, ৯০ হাজার টাকা উদ্ধার

নিহত রাকিবুল মানিকগঞ্জ পৌরসভার উঁচুটিয়া এলাকার আবু হানিফের ছেলে। সে স্থানীয় জাগীর উচ্চ বিদ্যালয়ে দশম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করেছে।

পুলিশ ও পারিবারিক সূ্ত্রে জানা যায়, একটি স্মার্ট মোবাইল কেনার জন্য বেশ কিছুদিন যাবৎ রাকিবুল ইসলাম তার বাবা-মায়ের কাছে টাকা দিচ্ছিলো। কিন্তু ছেলে পড়ালেখা না করায় গ্রীল মিস্ত্রী বাবা আবু হানিফ তাকে কোনো কর্ণপাত করেননি। এরপর বুধবার দুপুরে মুঠোফোন কেনার জন্য কাছে টাকা চান। কিন্তু টাকা না পেয়ে বিকেল চারটার দিকে বাড়িতে ঘরের ভেতর গলায় ফাঁস নিয়ে রাকিবুল আত্মহত্যা করেন।

আরও পড়ুন: সাভারে পানিবন্দি মানুষের দুর্ভোগ লাঘবে উদ্যোগ নিলেন ইউএনও

এবিষয়ে মানিকগঞ্জ সদর থানার পরিদর্শক (তদন্ত) তানিস শারমিন তামান্না জানান, খবর পেয়ে ঘটনায় ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মোবাইল কেনার টাকা না পেয়ে বাবা-মায়ের সাথে অভিমান করে ওই তরুণ ফাঁস নিয়ে আত্মহত্যা করেছেন বলে প্রাথমিক ধারণা করা হচ্ছে। এঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলার প্রস্তুতি চলছে।