ভাঙা রাস্তায় অতিরিক্ত ঝাঁকুনি, অটোরিকশায় জন্ম নিলো নবজাতক

Sadek Ali
মাহমুদুল হক, ঈশ্বরগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১১:৫৭ পূর্বাহ্ন, ০৯ মে ২০২৫ | আপডেট: ৫:৫৭ পূর্বাহ্ন, ০৯ মে ২০২৫

হঠাৎ রাস্তায় শিশুর কান্না শোনে চমকে যান পথচারীরা। আশপাশের লোকজন ছুটে যান। সেখানে গিয়ে দেখেন মায়ের গর্ভের সন্তান ব্যাটারিচালিত অটোরিকশায় গর্ভপাত হয়েছে ।

বৃহস্পতিবার (৮ মে) সকাল ১০ ঘটিকায় এমন ঘটনা ঘটে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার ঈশ্বরগঞ্জ-আঠারোবাড়ি রাস্তার কাকনহাঁটি গ্রামের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন। 

আরও পড়ুন: সাদা পাথর রক্ষায় প্রশাসনের ৫ দফা সিদ্ধান্ত

জানা যায়, উপজেলার বড়হিত ইউনিয়নের পাড়া ডাংরি গ্রামের বাসিন্দা মাওলানা আবু তাহেরের স্ত্রী সাদিয়া আক্তারের বৃহস্পতিবার সকাল ৯ টার দিকে প্রসব ব্যাথা উঠে। তখন স্বজনরা তাকে ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার জন্য অটোরিকশায় করে পাঠান। 

ঈশ্বরগঞ্জ-আঠারোবাড়ি রাস্তাটি ভাঙা হওয়ার ফলে অটোরিকশায় অতিরিক্ত ঝাঁকুনি লাগে।

আরও পড়ুন: ‎পাবনায় অনির্দিষ্টকালের জন্য ডাকা পরিবহণ ধর্মঘট প্রত্যাহার

প্রত্যক্ষদর্শীরা জানায়, মূলত ভাঙা রাস্তার কারণে হাসপাতালে যাওয়ার আগেই ফুটফুটে শিশুটি মায়ের গর্ভ থেকে বেরিয়ে আসে।

প্রসূতি মা সাদিয়া আক্তার জানান, রাস্তার একেকটা ভাঙা গর্ত আমার নিকট কয়েকটা পাহাড়-পর্বত অতিক্রমের চেয়েও বেশি কষ্ট হয়েছে, আপনারা পত্রিকায় লিখে রাস্তাটা ঠিক করান! ভাঙা রাস্তা গর্ভবতী মায়ের জন্য কতটা কষ্টের, সেটা ঐ মা ছাড়া কাউকে বোঝানো যাবে না। 

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মিডওইফ অনামিকা দাস জানান , নবজাতক ও মা সকাল ১০টা ১৫ মিনিটের দিকে হাসপাতালে আসলে তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ভর্তি করা হয়েছে। ভাঙ্গা রাস্তায় অতিরিক্ত ঝাঁকুনির ফলেই এমনটা হতে পারে বলে জানান তিনি। মা ও নবজাতক সুস্থ রয়েছেন। দুপুর দেড়টার দিকে ছাড়পত্র নিয়ে বাড়ি চলে গেছেন।

সন্ধ্যার দিকে যোগাযোগ করা হলে শিশুর বাবা মাওলানা আবু তাহের জানান, শিশু ও তার মা সুস্থ আছে। আমরা শিশুর এখনো নাম রাখিনি।