নজরুল পদক ২০২৫ পাচ্ছেন ড. রশিদুন্ নবী ও ইয়াকুব আলী খান

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় সম্মাননা ‘নজরুল পদক ২০২৫’ এবছর উঠতে চলেছে দুই গুণীজনের হাতে। তারা হলেন -গবেষণায় অধ্যাপক ড. রশিদুন্ নবী এবং সংগীতে জনাব ইয়াকুব আলী খান।
সোমবার (১৯ মে) বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্ট কমিটির সভায় তাদের নাম চূড়ান্তভাবে প্রকাশ করেছে।
আরও পড়ুন: সেনাবাহিনীর অভিযানে খাগড়াছড়িতে অস্ত্রগুলি সহ আটক ১
উক্ত সভায় সভাপতিত্ব করেন কমিটির আহ্বায়ক ও উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, নজরুল চেতনার বহুমাত্রিকতায় গুরুত্বপূর্ণ অবদানের জন্য তাঁদের এই সম্মাননা প্রদান করা হচ্ছে। ‘নজরুল পদক’ হচ্ছে বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ সম্মাননা, যা প্রতিবছর সাহিত্য, সংগীত, গবেষণা ও সমাজসেবাসহ বিভিন্ন ক্ষেত্রে বিশিষ্ট ব্যক্তিদের প্রদান করা হয়।
আরও পড়ুন: মাধবপুরে চাঁদাবাজির অভিযোগে ছাত্রদল নেতা গ্রেফতা, ৯০ হাজার টাকা উদ্ধার
এ বিষয়টি নিশ্চিত করেছেন বাংলা ভাষা ও সাহিত্য বিভাগের বিভাগীয় প্রধান ও সংশ্লিষ্ট কমিটির সদস্য-সচিব,অধ্যাপক ড. মো. হাবিব-উল-মাওলা (মাওলা প্রিন্স)।
আগামী জুন মাসে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে মনোনীত ব্যক্তিদের হাতে পদক তুলে দেওয়া হবে বলে বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে জানা গেছে।