গোয়ালন্দে বৃষ্টির পানিতে সড়কে ধস এলাকায় দুর্ভোগ

ভারী বৃষ্টিপাতে সড়কে ধস নামে। এর পর বন্ধ হয়ে যায় যানবাহন চলাচল। বিপাকে পড়েন এলাকাবাসী। প্রায় এক সপ্তাহ যাবত এমন দুর্ভোগে পড়েছে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নের গফুর মন্ডলপাড়া এলাকার সড়কে। ধসে যাওয়া সড়কটি দ্রুত সংস্কারের দাবি জানানো হয়েছে।
রোববার ২৫ শে মে দুপুরে সড়কে গিয়ে দেখা যায় বৃষ্টির পানি গড়িয়ে রাস্তার দুই অংশে ভাগ হয়ে গেছে। এতে করে চার গ্রামের মানুষের চলাচলের একমাত্র পথে দুর্ভোগ নেমে এসেছে।
আরও পড়ুন: ফেসবুকে কমেন্ট করা নিয়ে দু’পক্ষের সংঘর্ষে অর্ধশতাধিক আহত
সরেজমিন দেখা গেছে, উপজেলা শহর থেকে একটু দূরেই উজানচরের গফুর মন্ডলপাড়া এলাকায় সড়ক ধসে গেছে। এ সড়ক দিয়ে যাতায়াত করে থাকেন ৪ গ্রামের মানুষ। বৃষ্টিতে ধসে যাওয়া সড়কটি সংস্কারের অভাবে দুর্ভোগে রয়েছেন তারা। এক সপ্তাহ যাবত সড়ক দিয়ে কোনো যানবাহন চলাচল করতে পারে না।
অভিযোগ রয়েছে, সড়ক তৈরির সময় গাইডওয়াল দেয়নি। ফলে সামান্য বৃষ্টির পানিতে সড়কটি ধসে গেছে।
আরও পড়ুন: বিজিবির হেলিকপ্টারে ঢাকায় আনা হলো আহত হাতির চিকিৎসায় গিয়ে গুরুতর আহত ২ চিকিৎসকসহ ৩ জনকে
কথা হয় রায়হানের মোড় নামক এলাকার জিন্দার আলী,এজাজ এর সঙ্গে। তাদের ভাষ্য, বৃষ্টিতে ধসে যাওয়া সড়কটি সংস্কারের উদ্যোগ নিচ্ছেন না কেউ। যানবাহন চলাচল বন্ধ।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদুল ইসলামের সাথে কথা হলে তিনি জানান, বৃষ্টির পানিতে সড়কটি ধসে গেছে। এ বিষয়ে অনেকে আমাকে জানিয়েছেন। দ্রুত সময়ের মধ্যে সড়ক মেরামতের কাজ করা হবে।