সাভার এক বন্ধু আরেক বন্ধু কে ধারালো ছুরি দিয়ে কুপিয়ে হত্যা

Sanchoy Biswas
মো. রফিকুল ইসলাম জিলু, সাভার প্রতিনিধি
প্রকাশিত: ১০:০৪ অপরাহ্ন, ২৯ জুন ২০২৫ | আপডেট: ৫:৪৯ অপরাহ্ন, ১৫ অগাস্ট ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

সাভার আড়াপাড়া এলাকার  টুকুর মিয়া ছেলে রুহুল আমিন কে বাসা থেকে  গেদা বাবুর্চির  ছেলে শামীম হোসেন দিনে দুপুরে ধারালো ছুরি দিয়ে কুপিয়ে ফেলে রেখে চলে যায়। 

 শুক্রবার (২৭ জুন) দুপুর ২ টার দিকে সাভার পৌরসভার তিন নং ওয়ার্ডের কামাল গার্মেন্টস রোডের কাঠপট্টিতে রুহুল (২৬) কে ডেকে নিয়ে মাথায়, পিঠে, গাড়েসহ বিভিন্ন জায়গায় ধারালো ছুরি দিয়ে কুপিয়ে হত্যা করে। 

আরও পড়ুন: সেনাবাহিনীর অভিযানে খাগড়াছড়িতে অস্ত্রগুলি সহ আটক ১

স্থায়ীনরা আহত রুহুল আমিন কে উদ্ধার করে সাভার এনাম মেডিকেলে ভর্তি করলে শনিবার (২৮ জুন) রাত ৮ টার দিকে রুহুল আমিনের মৃত্যু হয় বলে জানান এনাম মেডিকেলের চিকিৎসরা। 

নিহত রুহুল ও শামীমের সাথে থাকা ছোট ভাই  বলেন, হামলাকারী শামীম নিহত রুহুল কে বাসা থেকে ডেকে এনে কামাল রোডে কাঠপট্টিতে কিছু বুঝে উঠার আগেই ধারালো ছুরি দিয়ে মাথা ও বিভিন্ন জায়গায় আঘাত করতে থাকে।  রুহুল গুরুতর আহত হয়ে পরে গেলে শামীম পালিয়ে যায়। 

আরও পড়ুন: মাধবপুরে চাঁদাবাজির অভিযোগে ছাত্রদল নেতা গ্রেফতা, ৯০ হাজার টাকা উদ্ধার

সাভার মডেল থানার উপপরিদর্শক মোতাসিম বিল্লাহ জানান, হত্যাকান্ডের কারন এখন ও জানা যায়নি।  সাভার এনাম মেডিকেল থেকে লাশ উদ্ধার করে শহিদ সোহরাওয়ার্দী হাসপাতালে পাঠানো হবে বলেও জানান পুলিশ