আশুলিয়ায় অস্ত্রের মুখে প্রবাসীর পাঁচ লক্ষ টাকা ছিনতাই

Sanchoy Biswas
মো. রফিকুল ইসলাম জিলু, সাভার প্রতিনিধি
প্রকাশিত: ১০:৩০ অপরাহ্ন, ০১ জুলাই ২০২৫ | আপডেট: ১১:২২ পূর্বাহ্ন, ১৫ অগাস্ট ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

সাভারের আশুলিয়ায় অস্ত্রের মুখে জিম্মি করে নগদ পাঁচ লক্ষ টাকা ছিনতাই করেছে দুর্বৃওরা। সকালে আশুলিয়ার নিরিবিলি এলাকায় এ ছিনতাইয়ের ঘটনা ঘটে। জানা যায়,সকালে আশুলিয়ার নবীনগর সোনালি ব্যাংক পিএলসি সাভার ক্যান্টনমেন্ট শাখা থেকে নগদ পাঁচ লক্ষ টাকা উত্তোলন করেন খেজুরটেক এলাকার কুয়েত প্রবাসী লিটন মিয়ার স্ত্রী রাবেয়া আক্তার বিউটি । পরে তিনি অটোরিকসা যোগে খেজুরটেক যাওয়ার জন্য রওয়ানা দেন। এসময় তিনি ঢাকা আরিচা মহাসড়কের নিরিবিলি এলাকায় পৌছলে একদল দুর্বৃও তার অটোরিকসা থামিয়ে অস্ত্রের মুখে জিম্মি করে প্রকাশ্যে পাঁচ লক্ষ টাকা ছিনিয়ে নিয়ে যায়। এঘটনার পর থেকে তার স্বামী অসুস্থ হয়ে পড়েছেন। খবর পেয়ে আশুলিয়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এঘটনায় আশুলিয়া থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।

অপরদিকে দুপুরে আশুলিয়ার জামগড়ার ইর্স্টান হাউজিং সংলগ্ন এম এস গলির জনৈক রিপন এর বাড়ির দ্বিতীয় তলায় অভিযান চালিয়ে স্বপনের রুম থেকে একটি বিদেশি পিস্তল,দুই রাউন্ড গুলি,একটি চাইনিজ কুড়াল,একটি দা,তিনটি ছুরি ও একটি লোহার পাইপসহ সন্ত্রাসী শামীম শেখ ওরফে মুন্না শেখকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আরও পড়ুন: রাজশাহীতে একই পরিবারের ৪ জনের মরদেহ উদ্ধার

এদিকে আশুলিয়ার জামগড়া এলাকায় গভীর রাতে চার যুবককে এলোপাতাড়ি ভাবে কুপিয়ে জখম করেছে সন্ত্রাসীরা। পরে আহতদের দ্রæত উদ্ধার করে চিকিৎসার জন্য সাভারের এনাম মেডিক্যাল কলেজ এন্ড হাসপাতালে ভর্তি করা হয়েছে। কিকারণে এ ঘটনা তদন্ত করছে পুলিশ।

এবিষয়ে আশুলিয়া থানার ওসি আব্দুল হান্নান বলেন,এসব ঘটনায় কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে।

আরও পড়ুন: ৪০ কেজি গাঁজাসহ বরখাস্ত পুলিশ সদস্য গ্রেপ্তার