ভোলায় স্বামীকে আটকে মারধর ও স্ত্রীকে ‘দলবদ্ধ ধর্ষণের’ অভিযোগ

Sanchoy Biswas
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১০:৩৪ অপরাহ্ন, ০১ জুলাই ২০২৫ | আপডেট: ৬:২৫ পূর্বাহ্ন, ১৬ অগাস্ট ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ভোলার তজুমদ্দিনে ৪ লাখ টাকা চাঁদা দাবিতে এক ব্যবসায়ীকে পিটিয়ে আহত এবং স্ত্রীকে আটকে রেখে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে উপজেলা শ্রমিক দলের যুগ্মসম্পাদক মো. ফরিদ উদ্দিন, মো. আলাউদ্দিন, মো. রাসেল ও সবুজ গ্রুপের বিরুদ্ধে। 

সোমবার উপজেলা সদরের কামারপট্টি রোডের ওই ঘটনায় তজুমদ্দিন থানায় মামলা হয়েছে বলে এ থানার ওসি মোহাব্বত খান জানিয়েছেন।

আরও পড়ুন: খালেদা জিয়ার ৮০তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে নেত্রকোণায় যুবদলের মিলাদ মাহফিল

তিনি বলেন, ছয়জনকে চিহ্নিত করা হয়েছে। অজ্ঞাত আরও পাঁচজনের নামে মামলা হয়েছে।

ওই দম্পতি সাংবাদিকদের বলেন, শনিবার রাতে দ্বিতীয় স্ত্রীর ডাকে তার বাসায় যান স্বামী। সেখানে গেলে কয়েকজন তাকে আটকে রেখে টাকার দাবিতে রাতভর নির্যাতন চালান। তার প্রথম স্ত্রীকে টাকা নিয়ে স্বামীকে ছাড়িয়ে নিয়ে যেতে বলা হয়।

আরও পড়ুন: জৈন্তাপুরে জাফলং থেকে লুট হওয়া ৭ হাজার ঘনফুট পাথর উদ্ধার

রোববার সকালে প্রথম স্ত্রী ঘটনাস্থলে গেলে চার লাখ টাকা দাবি করা হয়। সেটি দিতে অসম্মতি জানালে ওই ব্যক্তিকে পাইপ ও রড দিয়ে বেদম মারধর করা হয়। একপর্যায়ে দুপুরের দিকে তাকে বাড়ি থেকে সরিয়ে তার প্রথম স্ত্রীকে ‘দলবদ্ধ ধর্ষণ’ করা হয়। এরপর সেই ব্যক্তি ও তার প্রথম স্ত্রীকে ভয়ভীতি দেখিয়ে ছেড়ে দেওয়া হয়।

তজুমদ্দিন উপজেলা শ্রমিকদলের এক নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক মো. ফরিদ উদ্দিন ও আলাউদ্দিন ‘ধর্ষণ’ করেন বলে অভিযোগ দম্পতির।

এ ব্যাপারে আলাউদ্দিনের মোবাইলে ফোনে কল দিলে নম্বর বন্ধ পাওয়া যায়।