কাপাসিয়ায় প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন ও স্মারকলিপি

প্রাথমিক বৃত্তি পরীক্ষায় কিন্ডারগার্টেন ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের অংশগ্রহণের সুযোগ নিশ্চিতের দাবিতে গাজীপুরের কাপাসিয়ায় শিক্ষার্থীরা মানববন্ধন, বিক্ষোভ সমাবেশ ও স্মারকলিপি প্রদান করেছে। ২৮ জুলাই সোমবার দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে তাদের দাবি আদায়ে তারা এ কর্মসূচি পালন করছে।
কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন কাপাসিয়ার উদ্যোগে সকাল ১১টা থেকে উপজেলা পরিষদের সামনে ঘণ্টাব্যাপী বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা মানববন্ধন কর্মসূচি পালন করে। মানববন্ধনে উপজেলার কিন্ডারগার্টেনগুলোর শত শত শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবক অংশগ্রহণ করেন।
আরও পড়ুন: নেত্রকোণায় আউশ ধানের ভালো ফলন, দ্বিগুণেরও বেশি জমিতে আবাদ
সমবেত শিক্ষার্থীরা তাদের দাবি সম্বলিত ব্যানার, পোস্টার ও ফেস্টুন নিয়ে বিক্ষোভ মিছিল করে। পরে উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা, উপজেলা নির্বাহী অফিসার এবং উপজেলা শিক্ষা অফিসার বরাবর স্মারকলিপি প্রদান করেন। কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন কাপাসিয়ার সভাপতি মোঃ সাহাব উদ্দিন ও সাধারণ সম্পাদক মোঃ বাহাউদ্দিন স্বাক্ষরিত স্মারকলিপিতে প্রাথমিক বৃত্তি পরীক্ষা-২০২৫ সালে কিন্ডারগার্টেনের শিক্ষার্থীদের অংশগ্রহণের সুযোগ নিশ্চিতের দাবি জানান।
বিগত ২০০৯ সাল থেকে ২০২২ সাল পর্যন্ত কিন্ডারগার্টেনের শিক্ষার্থীদের সকল বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেওয়া হয়েছে। ২০১১ সালের প্রজ্ঞাপন ও পরবর্তীতে ২০২৩ সালের সংশোধিত প্রজ্ঞাপনে সরকারের নির্দেশনা অনুযায়ী বেশির ভাগ কিন্ডারগার্টেন আবেদনের মাধ্যমে পাঠদানের অনুমতি ও নিবন্ধন পেয়েছে। পর্যায়ক্রমে সকল কিন্ডারগার্টেন সরকারের নীতিমালার আওতাধীন হচ্ছে। এরই মধ্যে গত ১৭ জুলাই ২০২৫ প্রাথমিক শিক্ষা অধিদপ্তর কিন্ডারগার্টেনকে বাদ রেখে প্রাথমিক বৃত্তি পরীক্ষা-২০২৫ পরিপত্র জারি করেছেন। এতে দেশের লক্ষ লক্ষ শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও সংশ্লিষ্ট বিশাল জনগোষ্ঠী হতাশ হয়ে পড়েছেন।
আরও পড়ুন: কাপাসিয়ায় বেগম খালেদা জিয়ার জন্মদিনে রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া অনুষ্ঠিত
তাই তাদের দাবি, জারিকৃত পরিপত্র সংশোধন করে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় যেন কিন্ডারগার্টেনের শিক্ষার্থীদের সুযোগ নিশ্চিত করা হয়।