চুয়াডাঙ্গায় আন্তঃনগর ট্রেন যাত্রাবিরতির দাবিতে রেললাইন অবরোধ

Sadek Ali
সালাউদ্দীন কাজল, জীবননগর প্রতিনিধি
প্রকাশিত: ১০:৩৯ পূর্বাহ্ন, ০৩ অগাস্ট ২০২৫ | আপডেট: ৯:১৭ পূর্বাহ্ন, ১৫ অগাস্ট ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

চুয়াডাঙ্গার জয়রামপুর স্টেশনে আন্তঃনগর সাগরদাড়ি এবং কপোতাক্ষ এক্সপ্রেস ট্রেনের আপ-ডাউন যাত্রাবিরতি ও গেটম্যানের দাবিতে রেললাইন অবরোধ করে বিক্ষোভ করছেন এলাকাবাসী। আন্দোলনকারিরা দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত রাখার হুঁশিয়ারি দিয়েছেন। শনিবার (২ আগস্ট) দামুড়হুদার জয়রামপুর ট্রেন সুবিধা সংরক্ষণ কমিটির’ ব্যানারে এলাকাবাসী মানববন্ধন ও বিক্ষোভ করেন। বিকাল সাড়ে ৫টার দিকে রাজশাহী থেকে ছেড়ে আসা খুলনাগামী কপোতাক্ষ এক্সপ্রেস ট্রেনটি জয়রামপুর স্টেশনে থামিয়ে দাবি আদায় না হওয়া পর্যন্ত এ আন্দোলন চলমানের ঘোষণা দেন তারা। তবে এ ঘটনার পর রেলওয়ের ঊর্ধ্বতন কোনো কর্মকর্তা বা প্রশাসনের কাউকে দেখা যায়নি।

এলাকাবাসীর দাবি, দামুড়হুদা উপজেলার একমাত্র স্টেশন জয়রামপুর রেলওয়ে স্টেশন থেকে যাতায়াত করা লক্ষাধিক মানুষের ব্যবসা বাণিজ্য, চাকরি, চিকিৎসাসহ মানুষ ইতোমধ্যেই দুর্ভোগের শিকার হচ্ছে। জয়রামপুর একটি গুরুত্বপূর্ণ স্টেশন হলেও এখানে কোনো আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতি নেই। এতে করে শিক্ষার্থী, রোগী ও কর্মজীবী সাধারণ মানুষকে প্রতিদিন দুর্ভোগের শিকার হতে হচ্ছে। জয়রামপুর রেল স্টেশনে এই দুটি ট্রেন যাত্রাবিরতি করলে এ অঞ্চলের মানুষ উপকৃত হবেন। আমাদের এই দাবি আদায় না হওয়া পর্যন্ত ট্রেন অবরোধ চলবে।

আরও পড়ুন: ৪০ কেজি গাঁজাসহ বরখাস্ত পুলিশ সদস্য গ্রেপ্তার

এ বিষয় দর্শনা রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) রফিক হোসেন বলেন, সাগরদাড়ি এবং কপোতাক্ষ এক্সপ্রেস ট্রেনের আপ-ডাউন যাত্রাবিরতি ও গেটম্যানের দাবিতে ট্রেন অবরোধ করে বিক্ষোভ করছেন স্থানীয়রা। আমরা এখানে এসেছি। পরে বিস্তারিত জানাবো।

চুয়াডাঙ্গা রেলওয়ে স্টেশনের মাস্টার মিজানুর রহমান বলেন, শুনেছি জয়রামপুর স্টেশনে কপোতাক্ষ এক্সপ্রেস ট্রেনটি অবরোধ করা হয়েছে। কী কারণে করেছে তা জানি না। এর কারণে চুয়াডাঙ্গা স্টেশনে ৫টা ৫৫ মিনিট থেকে খুলনাগামী নকশীকাঁথা মেইল ট্রেন দাঁড়িয়ে আছে। আপাতত খুলনাগামী ট্রেন চলাচল বন্ধ হয়েছে।

আরও পড়ুন: জৈন্তাপুরে যৌথ টহল, নিরাপত্তা জোরদারে পুলিশ ও সেনাবাহিনী একসাথে মাঠে