চট্টগ্রামে কাভার্ড ভ্যানে পিকআপের ধাক্কা, নিহত ৪

Any Akter
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৯:১৫ পূর্বাহ্ন, ১৮ অগাস্ট ২০২৫ | আপডেট: ১২:০৭ অপরাহ্ন, ১৮ অগাস্ট ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

চট্টগ্রাম নগরের আকবর শাহ থানার সিটি গেট এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ৪ জন মাছ ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও কয়েকজন।

সোমবার (১৮ আগস্ট) ভোর ৪টা ৫৫ মিনিটে এই দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে তিনজনের নাম জানা গেছে— কালা দাশ (৩০), আকাশ দাশ (২৮) ও অজিত দাশ (৩০)।

আরও পড়ুন: যুবদল কর্মীর গুলিতে জামায়াতের দুই কর্মী গুলিবিদ্ধ

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর চট্টগ্রামের উপ-সহকারী পরিচালক মো. আলমগীর হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ভোরে ফিশারি ঘাটমুখী একটি পিকআপ ভ্যান দাঁড়িয়ে থাকা কাভার্ড ভ্যানকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই ৩ জন মারা যান এবং আহত হন আরও ৫ জন। আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) পাঠানো হয়।

পুলিশ জানায়, দুর্ঘটনায় পিকআপ ভ্যানের সামনের সিটে থাকা তিনজন ঘটনাস্থলেই মারা যান। পরে হাসপাতালে নেওয়ার পর আরও একজনের মৃত্যু হয়। নিহতদের সুরতহাল করা হচ্ছে। দুর্ঘটনাকবলিত পিকআপটিতে মোট ১০ জন মাছ ব্যবসায়ী ছিলেন।

আরও পড়ুন: মহাখালীতে পেট্রোল পাম্পে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১০ ইউনিট