গাজীপুরে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

গাজীপুরের শ্রীপুরে নিজ মাওনা উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে ছাত্র/ছাত্রী ও অভিভাবকদের সাথে মতবিনিময় ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৮ আগস্ট) বিদ্যালয়ের মাঠে এডহক কমিটির সভাপতি আবু সায়েমের সভাপতিত্বে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম মাস্টারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির ১নং যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ডাঃ রফিকুল ইসলাম বাচ্চু।
আরও পড়ুন: নরসিংদীতে বিএনপির দুই গ্রুপের গোলাগুলি, আহত ৭
শ্রীপুর প্রেসক্লাবের সভাপতি ও টি সিসিএ চেয়ারম্যান এসএম মাহফুল হাসান হান্নান, মাওনা ছোট কালিম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হান্নান সজল, কেন্দ্রীয় কৃষকদলের নেতা মাসুদ রানা, গাজীপুর ইউনিয়ন বিএনপির নেতা এনামুল হক মনি, আরিফুল ইসলাম সরকার, এলাকাবাসীর পক্ষে বক্তব্য দেন আইনুদ্দিন মাস্টার, সোনারবাংলা ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ আব্দুল আজিজ, শিক্ষক প্রতিনিধি নূরে আলম, মহিলা অভিভাবক মাজেদা আক্তার, বিএনপি নেতা উজ্জ্বল মিয়া।