আওয়ামী আমলের প্রশাসন দিয়ে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়: রিজভী

Rashedul Hoque
বিশেষ প্রতিনিধি
প্রকাশিত: ৪:৪১ অপরাহ্ন, ১৮ অগাস্ট ২০২৫ | আপডেট: ৬:৪২ অপরাহ্ন, ১৮ অগাস্ট ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত


সুষ্ঠু নির্বাচনের জন্য প্রশাসন থেকে ‘আওয়ামী ক্যাডারদের’ অপসারণের দাবি জানিয়েছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
সোমবার (১৮ আগস্ট) সকালে রাজধানীর শেরেবাংলা নগরে নীলফামারী জেলা বিএনপির নবগঠিত কমিটির উদ্যোগে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ দাবি করেন।
রিজভী বলেন, “অবাধ ও সুষ্ঠু নির্বাচন ফেব্রুয়ারিতেই হবে। কিন্তু আওয়ামী আমলের প্রশাসন দিয়ে কোনোভাবেই নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়। তাই প্রশাসন থেকে আওয়ামী ক্যাডারদের অপসারণ করতে হবে।”
তিনি নির্বাচন কমিশনকে মাঠ পর্যায়ে নিরপেক্ষ কর্মকর্তা নিয়োগ দেওয়ার আহ্বান জানান।
পিআর পদ্ধতিতে নির্বাচন প্রসঙ্গে আরেক প্রশ্নের জবাবে রুহুল কবির রিজভী বলেন, ‘জনগণ এটার জন্য প্রস্তুত কিনা? এদেশের মানুষ পিআর কি, অধিকাংশ মানুষ তারা জানে না। আর এটা কি সিস্টেমে হবে, না হবে, এটার অন্যান্য বিষয়-সেটা তারা জানে না। অন্য যারা বলছে, তাদের উদ্দেশ্যে কি আছে জানি না। কিছু হয়তো আমরা উপলব্ধি করছি, কিন্তু আমরা বলতে চাই না। তবে যে পদ্ধতিতে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে, জনগণে জানে কাকে তারা ভোট দেবে, এর বাইরে গেলে জনগণ বিভ্রান্ত হবে। পিআর পদ্ধতি এই মুহূর্তে কোনো উপযুক্ত পদ্ধতি নয়।’
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আসন্ন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন প্রসঙ্গেও কথা বলেন রিজভী। তিনি আশা প্রকাশ করেন, ডাকসুতে সব মতের প্রতিনিধিত্ব নিশ্চিত হলে শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় থাকবে।
নীলফামারীর বিএনপি নেতাকর্মীদের নিপীড়নের প্রসঙ্গ টেনে রিজভী বলেন, নীলফামারী এমন একটি জেলা যে জেলায় বিগত ১৬ বছর আন্দোলন সংগ্রাম করতে গিয়ে অসংখ্য নেতাকর্মী হত্যা, গুম, খুন ও নির্যাতনের শিকার হয়েছেন। একজন মন্ত্রীর নির্দেশে গোটা নীলফামারী জেলাকে রক্তাক্ত প্রান্তরে পরিণত করা হয়েছিল।
তিনি আরও অভিযোগ করেন, শেখ হাসিনা এমন একটি রাজত্ব কায়েম করেছেন, যাতে কেউ একটি শব্দও করতে না পারে। আওয়ামী লীগের ব্যবসায়ীরা ৪০ হাজার কোটি টাকা এবং তাদের রাজনৈতিক নেতারা লক্ষ কোটি টাকা পাচার করেছে।
রিজভী দাবি করেন, বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে বিএনপি ঐক্যবদ্ধ থেকেছে।
এ সময় বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল, নীলফামারী জেলা বিএনপির আহ্বায়ক মীর সেলিম, সদস্য সচিব সাইফুল্লাহ রুবেল, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য শাহরিন ইসলাম চৌধুরী তুহিনসহ দলের অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।