পাপিয়া দম্পতির সাড়ে তিন বছরের কারাদণ্ড, ৫ লাখ টাকা জরিমানা

Sanchoy Biswas
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৭:৫৩ অপরাহ্ন, ১৪ অগাস্ট ২০২৫ | আপডেট: ৭:৫৩ অপরাহ্ন, ১৪ অগাস্ট ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

সোয়া ছয় কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে নরসিংদী জেলা যুব মহিলা লীগের বহিষ্কৃত নেত্রী শামীমা নূর পাপিয়া ও তার স্বামী মফিজুর রহমানকে সাড়ে তিন বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি, তাদের প্রত্যেককে ৫ লাখ টাকা করে জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) ঢাকার বিশেষ জজ আদালত-৩-এর বিচারক আবু তাহের এই রায় ঘোষণা করেন।

আরও পড়ুন: গোপালগঞ্জে মাদ্রাসাছাত্রীর আত্মহত্যা: ধর্ষণ ও প্ররোচনার অভিযোগে দুই শিক্ষক গ্রেপ্তার

আসামিপক্ষের আইনজীবী শাখাওয়াত উল্লাহ ভুইয়া সাংবাদিকদের জানান, পাপিয়া ও মফিজুর ইতোমধ্যে আদালতের দেওয়া সাজা ভোগ করেছেন।

প্রসঙ্গত, ২০২০ সালের ২২ ফেব্রুয়ারি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে পাপিয়া ও তার স্বামীকে জাল টাকা বহন এবং অবৈধ অর্থ পাচারের অভিযোগে গ্রেপ্তার করে র‍্যাব। এরপর দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে পাপিয়াকে নরসিংদী জেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদকের পদ থেকে বহিষ্কার করা হয়।

আরও পড়ুন: পিকনিকের কথা বলে গণধর্ষণ, গণবিশ্ববিদ্যালয়ের চার শিক্ষার্থী গ্রেপ্তার

ওই বছরই অস্ত্র আইনে দায়ের করা এক মামলায় তাদের দু’জনকে ২০ বছরের কারাদণ্ড দেওয়া হয়। বর্তমানে তাদের বিরুদ্ধে আরও কয়েকটি মামলা বিচারাধীন রয়েছে।