শিগগিরই দেশে ফিরছেন তারেক রহমান: হুমায়ূন কবির
বিএনপির নবনিযুক্ত কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব হুমায়ূন কবির বলেছেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান খুব শিগগিরই দেশে ফিরবেন এবং তাঁর নেতৃত্বেই বিএনপি আগামি নির্বাচনে অংশ নেবে।
শুক্রবার (২৪ অক্টোবর) যুক্তরাজ্য থেকে সিলেট ফিরে হযরত শাহজালাল (রহ.) এর দরগাহ মসজিদে জুমার নামাজ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা জানান হুমায়ূন কবির।
আরও পড়ুন: অমানবিক পুশইনের শিকার অন্তঃসত্ত্বা ভারতীয় নারী সোনালী খাতুনকে বিএসএফের কাছে হস্তান্তর করলো বিজিবি
তিনি বলেন, ফেব্রুয়ারির নির্বাচনকে সামনে রেখে বিএনপি প্রস্তুত রয়েছে। মানুষের ভোটাধিকার ফিরিয়ে দিতে ধানের শীষকে বিজয়ী করে আনতে জনগণ উদগ্রীব।
হুমায়ূন কবির আরও বলেন, মানুষের মধ্যে কিছু শঙ্কা থাকতেই পারে। কিছু দলের হস্তক্ষেপ ও কিছু উপদেষ্টার আচরণ মানুষকে আশ্বস্ত করছে না। তবে বিএনপি সব সময় নির্বাচনের জন্য প্রস্তুত ছিল এবং আছে।
আরও পড়ুন: জামালপুরের আলোচিত মনিরুল হত্যা মামলার এজাহারভুক্ত আসামি ব্রাহ্মণবাড়িয়া থেকে গ্রেফতার
আসন্ন নির্বাচনে বিপুল ভোটে জয়ী হয়ে তারেক রহমানের নেতৃত্বে বিএনপি রাষ্ট্রক্ষমতায় যাবে বলে আশা প্রকাশ করেন তিনি।
এর আগে দুপুরে সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে হুমায়ূন কবিরকে সংবর্ধনা জানান দলীয় নেতা-কর্মীরা। এ সময় উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী, চেয়ারপারসনের উপদেষ্টা ডা. এনামুল হক চৌধুরী, দলের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী, সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক এমরান আহমদ চৌধুরীসহ অন্যান্য নেতারা।





