পটুয়াখালীতে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ র্যালি অনুষ্ঠিত
পটুয়াখালীতে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক বর্ণাঢ্য আনন্দ র্যালি অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকাল থেকে জেলা শহর ও উপজেলার বিভিন্ন স্থান থেকে খণ্ড খণ্ড মিছিল ঝাউতলা ও তিতাস মোড়ে এসে একত্রিত হয়। পরে বেলা সাড়ে ১১টায় সার্কিট হাউজের সামনে থেকে র্যালিটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বনানী মোড়ে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
আরও পড়ুন: অমানবিক পুশইনের শিকার অন্তঃসত্ত্বা ভারতীয় নারী সোনালী খাতুনকে বিএসএফের কাছে হস্তান্তর করলো বিজিবি
সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মজিবুর রহমান টোটন, জেলা বিএনপির অন্যতম নেতা ও সাবেক পৌর মেয়র মোশতাক আহমেদ পিনু, জেলা যুবদলের সাবেক সভাপতি মনিরুল ইসলাম লিটন, যুবদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি মোঃ নুরুল আমিন লিটন গাজী সহ অন্যান্যরা।
এছাড়া জেলা যুবদলের সাবেক আহ্বায়ক মোঃ মোস্তাফিজুর রহমান রুমী ও জেলা যুবদলের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আলামিন সুজনের নেতৃত্বে একটি বর্ণাঢ্য আনন্দ র্যালী বের হয়।
আরও পড়ুন: জামালপুরের আলোচিত মনিরুল হত্যা মামলার এজাহারভুক্ত আসামি ব্রাহ্মণবাড়িয়া থেকে গ্রেফতার
এসময় জেলা বিএনপি, যুবদল, ছাত্রদল ও অঙ্গ সংগঠনের অসংখ্য নেতাকর্মী আনন্দ র্যালীতে অংশগ্রহণ করেন।





