কক্সবাজারে আন্তর্জাতিক ফ্লাইট ও জরুরি অবতরণ স্থগিত ঘোষণা
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী কক্সবাজার বিমানবন্দরে আন্তর্জাতিক শিডিউল ফ্লাইট চলাচল সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।
সোমবার (২৭ অক্টোবর) মন্ত্রণালয়ের সিভিল এভিয়েশন-১ শাখার সিনিয়র সহকারী সচিব শাকিলা পারভিন স্বাক্ষরিত এক চিঠিতে এই নির্দেশনা জারি করা হয়।
আরও পড়ুন: লক্ষ্মীপুরে জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলায় আহত ১৩
চিঠিতে বলা হয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কক্সবাজার বিমানবন্দরে আন্তর্জাতিক শিডিউল ফ্লাইট চলাচল বন্ধ থাকবে। পাশাপাশি, আন্তর্জাতিক শিডিউল ফ্লাইট চালুর আগে পর্যন্ত নন-শিডিউল আন্তর্জাতিক ফ্লাইট এবং জরুরি (ইমার্জেন্সি) বা ডাইভারশন অবতরণ থেকেও বিরত থাকতে নির্দেশ দেওয়া হয়েছে।
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় কক্সবাজার বিমানবন্দর কর্তৃপক্ষ এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোকে এই নির্দেশ যথাযথভাবে বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছে।
আরও পড়ুন: নরসিংদীতে বিপুল পরিমাণ ইয়াবা ও গাঁজা উদ্ধার, আটক ৩
এর আগে, গত ২৬ অক্টোবর এক প্রজ্ঞাপনের মাধ্যমে কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দর ঘোষণার সিদ্ধান্ত স্থগিত করা হয়।
চলতি বছরের ২ অক্টোবর দেশি ও বিদেশি এয়ারলাইনসগুলোকে কক্সবাজার বিমানবন্দর দিয়ে আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনার অনুমতি দেওয়ার বিষয়ে চিঠি পাঠায় মন্ত্রণালয়। পরবর্তীতে ১২ অক্টোবর বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সিভিল এভিয়েশন–১ শাখা বিমানবন্দরটিকে ‘আন্তর্জাতিক বিমানবন্দর’ হিসেবে ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করে। কিন্তু মাত্র ১৪ দিনের ব্যবধানে সেই ঘোষণা স্থগিত করল সরকার।





