নেত্রকোনায় সাবেক চেয়ারম্যানসহ নিষিদ্ধ আওয়ামী লীগের ৭ নেতা গ্রেপ্তার

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ২:০৭ অপরাহ্ন, ০৫ নভেম্বর ২০২৫ | আপডেট: ১১:১৩ পূর্বাহ্ন, ১৫ নভেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

নেত্রকোনার দুর্গাপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জান্নাতুল ফেরদৌস ঝুমাসহ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের আরও সাত নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বুধবার (৫ নভেম্বর) এ তথ্য নিশ্চিত করেছেন ডিএমপির উপকমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।

আরও পড়ুন: অমানবিক পুশইনের শিকার অন্তঃসত্ত্বা ভারতীয় নারী সোনালী খাতুনকে বিএসএফের কাছে হস্তান্তর করলো বিজিবি

তিনি বলেন, ‘গ্রেপ্তার সাবেক উপজেলা চেয়ারম্যান জান্নাতুল ফেরদৌস ঝুমাসহ সাতজনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

ডিবি সূত্রে জানা গেছে, নিষিদ্ধ সংগঠনের ব্যানারে রাজনৈতিক তৎপরতা ও উসকানিমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ততার অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়েছে।

আরও পড়ুন: জামালপুরের আলোচিত মনিরুল হত্যা মামলার এজাহারভুক্ত আসামি ব্রাহ্মণবাড়িয়া থেকে গ্রেফতার

জান্নাতুল ফেরদৌস ওরফে ঝুমা তালুকদার গত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নেত্রকোনা-১ (কলমাকান্দা-দুর্গাপুর) আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন ফরম কিনেছিলেন, তবে নৌকার মনোনয়ন না পেয়ে পরে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছিলেন।

ডিবি জানায়, গ্রেপ্তারদের বিস্তারিত তথ্য যাচাই-বাছাই শেষে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হবে।