করিমগঞ্জে কর্নেল জেহাদ খানের ফ্রি মেডিকেল ক্যাম্প
দেশের প্রখ্যাত হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. কর্নেল (অব.) জেহাদ খানের উদ্যোগে কিশোরগঞ্জের করিমগঞ্জে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৬ নভেম্বর) উপজেলার কাদিরজঙ্গল ইউনিয়নের বাইশাকাহনিয়া গ্রামে শতাধিক নারী ও পুরুষ মেডিসিন, হৃদরোগ, চর্ম, গাইনি ও স্ত্রীরোগসহ বিভিন্ন রোগের চিকিৎসা পেয়েছেন।
আরও পড়ুন: লক্ষ্মীপুরে জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলায় আহত ১৩
ডা. কর্নেল জেহাদ খানের প্রশংসা করে এলাকার স্থানীয় কৃষক মঞ্জু মিয়া বলেন, “এরকম একজন বড় ডাক্তার গ্রামে এসেছেন, এটাতো আমাদের ভাগ্য। তিনি আমার বড় বোনের হার্টের চিকিৎসা করছেন, খুবই ভালো ব্যবহার তার।”
স্থানীয় ব্যবসায়ী আব্দুল আওয়াল বলেন, “মেডিকেল ক্যাম্পের কারণে জামায়াতের ভোট অনেক বেড়ে গেছে। এমনিতেই মানুষের মাঝে জামায়াতের জনপ্রিয়তা বেড়ে গেছে।”
আরও পড়ুন: নরসিংদীতে বিপুল পরিমাণ ইয়াবা ও গাঁজা উদ্ধার, আটক ৩
ডা. কর্নেল জেহাদ খানের নেতৃত্বে মেডিকেল ক্যাম্পে চিকিৎসাসেবায় অংশগ্রহণ করেন আব্দুল হামিদ মেডিকেল কলেজের সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক মোজাম্মেল হক, সার্জারি বিভাগের সহকারী রেজিস্ট্রার ডা. শাকিল, ডা. ফয়সাল আহমেদ, ডা. লুবনা, ডা. ঐশী, ডা. বায়েজিদসহ বিভিন্ন চিকিৎসক। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন ডা. আবদুল্লাহ আল নোমান।
মেডিকেল ক্যাম্পে আরও উপস্থিত ছিলেন করিমগঞ্জ উপজেলা আমির মাওলানা আবুল কাশেম, কাদিরজঙ্গল ইউনিয়ন জামায়াতের সভাপতি মাওলানা আবদুল কুদ্দুস, সহসভাপতি আমিনুল ইসলাম, বারঘরিয়া ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মাওলানা আসাদুল্লাহ আল গালিব, কাদিরজঙ্গল ইউনিয়নের মাওলানা কাজী রহমতউল্লাহ, কিশোরগঞ্জের হয়বতনগর মাদ্রাসার শিবিরের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক আরিফুল ইসলাম রিফাত এবং সাবেক সেনা কর্মকর্তা মোহাম্মদ আলী সবুজ প্রমুখ।





