বগুড়ায় হত্যা মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন

Sanchoy Biswas
বগুড়া প্রতিনিধি
প্রকাশিত: ৫:০১ অপরাহ্ন, ১১ নভেম্বর ২০২৫ | আপডেট: ৫:০১ অপরাহ্ন, ১১ নভেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বগুড়া গাবতলী উপজেলার তোজাম্মেল হোসেন হত্যা মামলায় দায়েরকৃত মামলার রায়ে ৩ জনের মৃত্যুদণ্ড এবং অপর ৩ জনের যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন— আবুল কালাম ওরফে বাবুল (৩৫), মিশু (৩০) ও মানিক (৩২)। যাবজ্জীবন দণ্ডপ্রাপ্তরা হলেন— দেলোয়ার হোসেন দলু (৬৮), আশিক (৩০) ও মাজেদুর রহমান পিন্টু (৪৬)।

আরও পড়ুন: অমানবিক পুশইনের শিকার অন্তঃসত্ত্বা ভারতীয় নারী সোনালী খাতুনকে বিএসএফের কাছে হস্তান্তর করলো বিজিবি

গত (১১ই নভেম্বর) মঙ্গলবার দুপুরে বগুড়ার সিনিয়র দায়রা জজ শাহজাহান কবীর এই রায় প্রদান করেন।

উক্ত রায়ে প্রত্যেক আসামিকে ১ লাখ টাকা করে জরিমানার আদেশও দেওয়া হয়।

আরও পড়ুন: জামালপুরের আলোচিত মনিরুল হত্যা মামলার এজাহারভুক্ত আসামি ব্রাহ্মণবাড়িয়া থেকে গ্রেফতার

ঘটনাটি ঘটে ২০১৭ সালের (২৭শে নভেম্বর) বিকেলে। আসামিরা গাবতলীর দুর্গাহাটা ইউনিয়নের বৈঠা ভাঙ্গা মোড়ে মোটরসাইকেলের গতিরোধ করে তোজাম্মেল হোসেনকে হত্যা করে। নিহত তোজাম্মেল হোসেন গাবতলীর দুর্গাহাটা ইউনিয়নের নিজপাড়া গ্রামের মৃত ওসমান মোল্লার ছেলে।

এই রায়ে সন্তোষ প্রকাশ করেছেন নিহতের পরিবার। পুলিশ জানিয়েছে, পলাতক আসামিদের দ্রুত গ্রেফতারের চেষ্টা চলছে।

রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন আব্দুল বাসেত, অ্যাডভোকেট আব্দুল মান্নান ও বারের সভাপতি আতাউর রহমান মুক্তা।

রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট আব্দুল বাসেত বলেন, “আমরা এই রায়ে সন্তুষ্ট।”

আসামিপক্ষের আইনজীবী জানিয়েছেন, এই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করবেন।