তাড়াইলে বিএনপির মতবিনিময় সভায় ড. এম ওসমান ফারুক: করিমগঞ্জ–তাড়াইল আমার দুই নয়ন

Sanchoy Biswas
কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ৪:৪৫ অপরাহ্ন, ১৪ নভেম্বর ২০২৫ | আপডেট: ১১:৪৪ অপরাহ্ন, ৩১ জানুয়ারী ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ–তাড়াইল) আসনের প্রার্থী ড. এম ওসমান ফারুক তাড়াইল উপজেলা বিএনপির নেতাকর্মীদের সাথে এক মতবিনিময় সভায় অংশগ্রহণ করেছেন। শুক্রবার তাড়াইল উপজেলা বিএনপি আয়োজিত এ সভায় নেতাকর্মীরা তাকে উষ্ণ করতালির মাধ্যমে স্বাগত জানান।

সভায় প্রধান অতিথির বক্তব্যে ড. এম ওসমান ফারুক বলেন, “করিমগঞ্জ–তাড়াইল আমার দুই নয়ন। জীবনের বাকীটা সময় আমি এখানকার মানুষের সাথেই কাটাতে চাই। আমার আর কোনো চাওয়া-পাওয়া নেই।”

আরও পড়ুন: লক্ষ্মীপুরে জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলায় আহত ১৩

তিনি আরও বলেন, “আপনারা আবারও ঐক্যবদ্ধভাবে কাজ করবেন। যদি আপনাদের দোয়ায় পুনরায় নির্বাচিত হতে পারি, তাহলে জনগণের সেবায় নিজেকে সম্পূর্ণভাবে নিয়োজিত রাখবো। আপনাদের মাঝে এসে আমি মানসিক এবং শারীরিকভাবে এক হাজার গুণ ভালো হয়ে গেছি।”

মতবিনিময় সভায় যোগদানের আগে তিনি তাড়াইল উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মরহুম মাহবুবুর রহমান সেলিমের কবর জিয়ারত করেন এবং তার আত্মার মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠানে অংশ নেন।

আরও পড়ুন: নরসিংদীতে বিপুল পরিমাণ ইয়াবা ও গাঁজা উদ্ধার, আটক ৩

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তাড়াইল উপজেলা বিএনপির সভাপতি সারোয়ার হোসেন লিটন।

নেতাকর্মীদের উপস্থিতি ও উৎসাহ পুরো অনুষ্ঠানে প্রাণচাঞ্চল্য যোগায়।