গভীর রাতে গাছ ফেলে মহাসড়ক অবরোধ করল আ.লীগ

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১২:০৩ অপরাহ্ন, ১৬ নভেম্বর ২০২৫ | আপডেট: ১২:০৩ অপরাহ্ন, ১৬ নভেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

গোপালগঞ্জের কাশিয়ানীতে গভীর রাতে গাছ কেটে ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধের চেষ্টা করেছে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনগুলোর নেতাকর্মীরা। রোববার (১৬ নভেম্বর) রাত সাড়ে ৩টার দিকে উপজেলার গোপালপুর বাজার এলাকার কাছে এই অবরোধ সৃষ্টি হয়।

হঠাৎ মহাসড়কের উপর গাছ পড়ে থাকায় দুই দিকেই দীর্ঘ যানজট তৈরি হয়। এসময় ঢাকা থেকে ছেড়ে আসা হামিম পরিবহনের একটি বাস গাছের সঙ্গে ধাক্কা লেগে ক্ষতিগ্রস্ত হয়।

আরও পড়ুন: চুয়াডাঙ্গায় জেঁকে বসেছে শীত, তাপমাত্রা নামলো ১১ ডিগ্রীতে

কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, রাতের অন্ধকারে কিছু অজ্ঞাত লোকজন হঠাৎ করে মহাসড়কে গাছ ফেলে যান চলাচল বন্ধ করার চেষ্টা করে। খবর পেয়ে থানা পুলিশ এবং রাতইল আর্মি ক্যাম্পের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে গাছ অপসারণ করে সড়ক চলাচল স্বাভাবিক করেন।

তাৎক্ষণিক পদক্ষেপের ফলে প্রায় এক ঘণ্টার মধ্যে যানবাহন চলাচল পুনরায় শুরু হয় বলে জানান পুলিশ কর্মকর্তা।

আরও পড়ুন: র‍্যাবের হাতে ১শ কেজি গাঁজাসহ আটক ২