তারেক রহমানের জন্মদিনে ফরিদপুরে মাদ্রাসা শিক্ষার্থীদের মধ্যে কুরআন বিতরণ
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৬১তম জন্মদিন উপলক্ষে ফরিদপুরে মাদ্রাসা শিক্ষার্থীদের মধ্যে পবিত্র কুরআন শরীফ বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (২০ নভেম্বর) দুপুর ১২টার দিকে ফরিদপুর শহরের মুন্সিবাজার বাইতুল উলুম মাদ্রাসা ও এতিমখানায় এ বিতরণ কার্যক্রম সম্পন্ন হয়। বিতরণের পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মঙ্গল কামনা করে কুরআন খতম ও দোয়ার আয়োজন করা হয়।
আরও পড়ুন: অমানবিক পুশইনের শিকার অন্তঃসত্ত্বা ভারতীয় নারী সোনালী খাতুনকে বিএসএফের কাছে হস্তান্তর করলো বিজিবি
সমাজকর্মী খাইরুল ইসলাম রোমানের আয়োজনে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সহ-সভাপতি নাহিদ ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মুন্সি আনোয়ার হোসেন পাশা, শমিরুন ইসলাম, সাইদুল ইসলাম সাইদ, সাজ্জাদ হোসেন, সহ-সাধারণ সম্পাদক মাহমুদ হাসান ওয়ালিদ, নীলয় চৌধুরী রেজা, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক কে.এম. রাব্বি, ইয়াসিন কলেজ ছাত্রদলের সহ-সভাপতি হাসিবুল ইসলাম হাসিব, পলিটেকনিক ছাত্রদলের সহ-সভাপতি অয়ন, জেলা ছাত্রদল নেতা বাহারুল ইসলাম রবিন, রাতুল হাসান অনিক, সালমান এফ রহমান, মো. জুয়েল মোল্লা, মেহেদী হাসান শাওন, মুরাদ খান, ইয়াসিন, নাহিদ ইসলাম, রিফাত, কাজী সাব্বির, অমি চৌধুরী প্রমুখ।





