কাপাসিয়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী উদ্বোধন

Any Akter
কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশিত: ৩:২৪ অপরাহ্ন, ২৬ নভেম্বর ২০২৫ | আপডেট: ৩:২৭ অপরাহ্ন, ২৬ নভেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

গাজীপুরের কাপাসিয়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী-২০২৫ আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে ২৬ নভেম্বর বুধবার সকালে উপজেলা পরিষদ চত্বরে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি, প্রাণিসম্পদে হবে উন্নতি"এই প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ডাঃ তামান্না তাসনীম ফিতা কেটে প্রাণিসম্পদ প্রদর্শনীর শুভ উদ্বোধন করেন।

আরও পড়ুন: অমানবিক পুশইনের শিকার অন্তঃসত্ত্বা ভারতীয় নারী সোনালী খাতুনকে বিএসএফের কাছে হস্তান্তর করলো বিজিবি

উপজেলা পরিষদ চত্বর সংলগ্ন মাঠে আয়োজিত প্রদর্শনীস্থলে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ একেএম আতিকুর রহমান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ডাঃ তামান্না তাসনীম।

আরও পড়ুন: জামালপুরের আলোচিত মনিরুল হত্যা মামলার এজাহারভুক্ত আসামি ব্রাহ্মণবাড়িয়া থেকে গ্রেফতার

বিশেষ অতিথি হিসেবেবক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ নাহিদুল হক, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আউলিয়া খাতুন, কাপাসিয়া প্রেসক্লাবের সভাপতি এফ এম কামাল হোসেন, ভেটেরিনারি সার্জন ডাঃ আব্দুল্লাহ আল মামুন, উদ্যোক্তা সফল খামারী ইলিয়াস উদ্দিন সরকার মিঠু ও বাবুল প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা দিলারা আক্তার ফকির মনি। এসময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী (এলজিইডি) বেলাল হোসেন সরকার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মশিউর রহমান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ এজাজ মিয়া, প্রাক্তন প্রাণিসম্পদ কর্মকর্তা মোঃ মোফাজ্জল হোসেন খান প্রমুখ।

অনুষ্ঠানটি পবিত্র কোরআন থেকে তেলাওয়াত ও গীতা পাঠের মাধ্যমে শুরু হয়।

এবারের প্রদর্শনীতে বিভিন্ন প্রতিষ্ঠান ও খামারির অংশগ্রহণে মোট ৩০টি স্টল স্থান পায়। জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে আয়োজিত এ কর্মসূচি প্রাণিসম্পদ উন্নয়ন, প্রযুক্তি বিনিময় ও জনসচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আয়োজকরা আশাবাদ ব্যক্ত করেন।