আশুলিয়ায় গরু বোঝাই ট্রাক ডাকাতি, পাঁচ মরা গরুসহ উদ্ধার ট্রাক

Sanchoy Biswas
আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি
প্রকাশিত: ৯:১৫ অপরাহ্ন, ৩০ নভেম্বর ২০২৫ | আপডেট: ১১:৪৩ অপরাহ্ন, ৩১ জানুয়ারী ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

আশুলিয়া থেকে ৩০টি গরু বোঝাই একটি ট্রাক ডাকাতির ঘটনায় লুট হওয়া ট্রাকটি ময়মনসিংহ থেকে উদ্ধার করেছে পুলিশ। এ সময় ট্রাকের ভেতর পাওয়া যায় ৫টি মরা গরু। বাকি গরু উদ্ধারে এবং ডাকাতচক্রকে ধরতে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ।

রোববার সন্ধ্যায় উদ্ধার হওয়া ট্রাকটি মৃত গরুগুলোসহ আশুলিয়া থানায় আনা হয়। এর আগে শনিবার দিবাগত রাতে নবীনগর–চন্দ্রা মহাসড়কের বাইপাইল এলাকায় ট্রাকটি ডাকাতির শিকার হয়।

আরও পড়ুন: লক্ষ্মীপুরে জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলায় আহত ১৩

পুলিশ ও গরুব্যাপারীদের তথ্য অনুযায়ী, দিনাজপুর–জয়পুরহাট থেকে ৩০টি গরু নিয়ে কুমিল্লার উদ্দেশে রওনা হয়েছিল ট্রাকটি। ভোররাতে বাইপাইল এলাকায় পৌঁছালে তিনটি মাইক্রোবাসে আসা ডাকাতরা ট্রাকের পথরোধ করে। পরে ট্রাকে থাকা বেপারী, চালক ও সহকারীকে মারধর করে সড়কের পাশে ফেলে রেখে গরুসহ ট্রাকটি নিয়ে পালিয়ে যায়।

খবর পেয়ে আশুলিয়া থানা পুলিশ তাৎক্ষণিক অভিযান শুরু করে। পরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ময়মনসিংহ বাইপাস সড়কের পাশ থেকে ট্রাকটি উদ্ধার করা হয়। এ সময় ট্রাকের ভেতর ৫টি গরু মৃত অবস্থায় পাওয়া যায়।

আরও পড়ুন: নরসিংদীতে বিপুল পরিমাণ ইয়াবা ও গাঁজা উদ্ধার, আটক ৩

বেপারী আব্দুর রহিম জানান, পাঁচজন বেপারী মিলে ৩০টি গরু কিনে জয়পুরহাট থেকে কুমিল্লার হোমনার উদ্দেশে রওনা দেন। রাতের অন্ধকারে ডিইপিজেড এলাকার আল-আমীন মাদ্রাসার কাছে পৌঁছালে ডাকাতরা তাদের মারধর করে হাত-পা বেঁধে রাস্তার পাশে ফেলে রেখে গরুসহ ট্রাকটি নিয়ে যায়।

লুট হওয়া গরুর মধ্যে আব্দুর রহিমের ৭টি, মোশারফের ১০টি, রহমানের ৬টি, রহিমের ৭টি গরু এবং ১ লাখ ৩০ হাজার টাকা ছিল।

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হান্নান বলেন, বাকি গরু উদ্ধারের চেষ্টা ও ডাকাতচক্র গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।