নরসিংদীতে বিএনপি-জামায়াত সংঘর্ষে আহত ৩০

Sadek Ali
আশিকুর রহমান, নরসিংদী
প্রকাশিত: ৭:৪৪ পূর্বাহ্ন, ০৪ ডিসেম্বর ২০২৫ | আপডেট: ১০:৩৩ পূর্বাহ্ন, ০৬ ডিসেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

নরসিংদীর মেহেরপাড়া ইউনিয়নের শেখেরচর বাসস্ট্যান্ডে জামায়াতের দাঁড়িপাল্লা প্রতীকে প্রচারণাকালে স্থানীয় বিএনপির নেতাকর্মীদের হামলার শিকার হয়েছে বলে অভিযোগ করেছেন নরসিংদী-২ (পলাশ) আসনের জামায়াতের প্রার্থী মো. আমজাদ হোসেন। 

বুধবার (৩ ডিসেম্বর) রাত সাড়ে ৮টায় শহরের পূর্ব ব্রাহ্মন্দীতে দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।

আরও পড়ুন: অমানবিক পুশইনের শিকার অন্তঃসত্ত্বা ভারতীয় নারী সোনালী খাতুনকে বিএসএফের কাছে হস্তান্তর করলো বিজিবি

এদিকে মেহেরপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুর রশিদ মিয়া জামায়াতের ওপর হামলার ঘটনা অস্বীকার করেন। 

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সন্ধ্যায় নরসিংদী-২ (পলাশ) আসনে জামায়াতের দাঁড়িপাল্লা প্রতীকে মেহেরপাড়া ইউনিয়নের শেখেরচর বাসস্ট্যান্ড এলাকায় পথসভার আয়োজন করেন মো. আমজাদ হোসেনের সমর্থকরা। এসময় ওই এলাকায় স্থানীয় বিএনপির নেতাকর্মীরা ধানের শীর্ষ প্রতীকে চাইতে গেলে দু'পক্ষের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে সংঘর্ষে রূপ নেয়। এতে উভয় পক্ষের প্রায় ৩০ জন আহত হয়। পরে তাদেরকে সদর হাসপাতাল সহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।

আরও পড়ুন: জামালপুরের আলোচিত মনিরুল হত্যা মামলার এজাহারভুক্ত আসামি ব্রাহ্মণবাড়িয়া থেকে গ্রেফতার

জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আমজাদ হোসাইন বলেন, শুরু থেকেই বিএনপির কিছু নেতাকর্মী সভাস্থলে বাধা সৃষ্টি করছিলেন। তার বক্তব্য চলাকালীন তারা মঞ্চের পেছনে গিয়ে গালিগালাজও করেন। প্রথমে তারা সরে গেলেও সভা শেষে ফের ৭০থেকে ৮০ জন বিএনপির নেতাকর্মী দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালায়। এতে আমাদের ৩০ জন নেতাকর্মী আহত হন। আহতদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। এর মধ্যে গুরুত্বর আহত ৭ জনকে ঢাকায় পাঠানো হয়েছে। তিনি বলেন, ‘মেহেরপাড়া ইউনিয়ন তাঁতীদলের নেতা বখতিয়ার হোসেন, যুবদল নেতা ইফতিখার আলম, শাহরিয়ার, সিয়ামসহ বিএনপির অন্তত ৪০ জন এ হামলায় অংশ নেন। নিরাপত্তা চেয়ে পুলিশের কাছে আবেদন করা হলেও মাধবদী থানা পুলিশ বিষয়টিকে গুরুত্ব দেয়নি বলেও অভিযোগ করেন তিনি।

মেহেরপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুর রশিদ মিয়া বলেন, হামলার ঘটনার সম্পূর্ণ মিথ্যা। তারা (জামায়াত) বিনা উস্কানিতে আমাদের নেতাকর্মীদের ওপর অতর্কিত হামলা চালিয়ে প্রায় ২০ থেকে ২৫ জন নেতাকর্মীকে জখম করেন। এতে গুরুত্বর আহতের মধ্যে  মেহেরপাড়া ইউনিয়ন তাঁতীদলের নেতা বখতিয়ার ও যুবদলের একনেতা রয়েছেন বলে জানান তিনি।