অনিবার্য কারণ ছাড়া নির্বাচন বিলম্ব চায় না বিএনপি: নজরুল ইসলাম খান

Sanchoy Biswas
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৬:৫০ অপরাহ্ন, ০৪ ডিসেম্বর ২০২৫ | আপডেট: ৬:৫০ অপরাহ্ন, ০৪ ডিসেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

অনিবার্য কারণ ছাড়া জাতীয় নির্বাচন বিলম্ব হোক—এটি বিএনপি চায় না বলে জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

নজরুল ইসলাম খান বলেন, “আমরা নির্বাচনি প্রক্রিয়ায় আছি। অনিবার্য কোনও কারণ ছাড়া আমরা নির্বাচন প্রক্রিয়ার বাইরে যেতে চাই না। ১৫ বছর ধরে আমরা সুষ্ঠু নির্বাচনের দাবি জানাচ্ছি। জনগণের ভোটাধিকার ফিরিয়ে দিতে চাই এবং যথাসময়ে নির্বাচন অনুষ্ঠিত হোক—এটিই আমাদের প্রত্যাশা।”

আরও পড়ুন: শারীরিক সক্ষমতায় বিলম্ব খালেদা জিয়ার লন্ডনযাত্রা

তিনি আরও বলেন, এবার একসঙ্গে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। ফলে ভোটারদের দুটি ব্যালটে ভোট দিতে হবে, যা সময়সাপেক্ষ। কোনো ভোটার যাতে ভোটাধিকার থেকে বঞ্চিত না হয়, সে বিষয়ে কমিশনকে বিশেষ নজর দেওয়ার অনুরোধ জানানো হয়েছে। সিইসি জানিয়েছেন, আগামী রোববার (৭ নভেম্বর) এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

প্রবাসী ভোটারদের সুবিধার কথা বিবেচনা করে এনআইডির পাশাপাশি পাসপোর্ট দিয়েও ভোটার নিবন্ধনের সুযোগ দেওয়ার প্রস্তাব দিয়েছে বিএনপি।

আরও পড়ুন: এনসিপি নেতা হান্নান মাসউদের বিয়ে, কনে ছাত্রনেত্রী শ্যামলী সুলতানা জেদনী

ব্যালট পেপার ছাপানোকেও অত্যন্ত সংবেদনশীল বলে মন্তব্য করেন নজরুল ইসলাম খান। তিনি জানান, “ব্যালট পেপার সরকারি প্রেস ছাড়া অন্য কোথাও ছাপানো যাবে না—এ দাবি আমরা জানিয়েছি। কমিশনও জানিয়েছে যে সরকারি প্রেসেই ব্যালট ছাপানো হবে।”

বৈঠকে আরও উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদ সদস্য ইসমাইল জবিউল্লাহ এবং ইসির সাবেক অতিরিক্ত সচিব ড. মোহাম্মদ জাকারিয়া।