নরসিংদীতে ব্যবসায়ীকে ডেকে নিয়ে গুলি করে হত্যা

Sadek Ali
আশিকুর রহমান, নরসিংদী
প্রকাশিত: ৯:২৮ পূর্বাহ্ন, ০৩ ডিসেম্বর ২০২৫ | আপডেট: ১০:৩৮ পূর্বাহ্ন, ০৬ ডিসেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

নরসিংদীর রায়পুরায় এক স্বর্ণ ব্যবসায়ীকে ঘর থেকে ডেকে নিয়ে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। 

মঙ্গলবার (২ ডিসেম্বর) রাত ৮টার দিকে উপজেলার দূর্গম চরাঞ্চল বাঁশগাড়ি ইউনিয়নের দিঘলিয়াকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এ ঘটনা ঘটে। 

আরও পড়ুন: অমানবিক পুশইনের শিকার অন্তঃসত্ত্বা ভারতীয় নারী সোনালী খাতুনকে বিএসএফের কাছে হস্তান্তর করলো বিজিবি

অতিরিক্ত পুলিশ সুপার সুজন চন্দ্র সরকার ঘটনার সত্যতা স্বীকার করেন।

নিহত প্রানতোষ সরকার (৪০) ওই গ্রামের সাধন সরকারের ছেলে বলে জানা যায়।

আরও পড়ুন: জামালপুরের আলোচিত মনিরুল হত্যা মামলার এজাহারভুক্ত আসামি ব্রাহ্মণবাড়িয়া থেকে গ্রেফতার

স্থানীয় ও স্বজন সূত্রে জানা যায়, রাত ৮টার দিকে একদল দুর্বৃত্ত প্রানতোষ সরকারের বাড়িতে ঢুকে প্রানতোষকে ডাকাডাকি করতে থাকেন। এত রাতে তারা কেন প্রানতোষকে ডাকাডাকি করছেন স্বজনরা জানতে চাইলে তারা বলেন দোকানের লেনদেন আছে তাই তারা প্রানতোষকে খুঁচ্ছেন। এসময় ঘর থেকে প্রানতোষ বের হলে কৌশলে তাকে বাড়ির অদূরে দিঘলিয়াকান্দি প্রাথমিক বিদ্যালয় মাঠে নিয়ে বুকে গুলি করে পালিয়ে যায়। এদিকে প্রানতোষের ফিরতে দেরি হওয়ায় পরিবারের স্বজনদের সন্দেহ হলে তারা স্কুল মাঠে গিয়ে দেখেন প্রানতোষের রক্তাক্ত দেহ মাটিতে পড়ে রয়েছে। পরে তারা তাকে প্রথমে রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নরসিংদী সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা. আসাদ আব্দুল্লাহ খান বলেন, আমাদের হাসপাতালে মৃত আবস্থায় নিয়ে আসা হয়েছে। স্বজনরা বুলেট ইনজুরির কথা বলেছে, তবে ময়নাতদন্ত ছাড়া সঠিক করে বলা যাবে না।

অতিরিক্ত পুলিশ সুপার সুজন চন্দ্র সরকার জানান, বাঁশগাড়িতে গুলিবিদ্ধ হয়ে একজন নিহতের ঘটনা ঘটেছে। তবে কি কারণে এবং কারা এই ঘটনা ঘটিয়েছে তা এখনও বলা যাচ্ছে না। ঘটনার পরপরই পুলিশের বিভিন্ন ইউনিট ঘটনাস্থলে পৌঁছাতে এবং আসামীদের গ্রেফতার করতে পুলিশ কাজ করছে।

রায়পুরা থানার ওসি (তদন্ত) প্রবীর কুমার ঘোষ জানান, ভিকটিমদের মরদেহে গুলির চিহ্নিত রয়েছে। তবে কি কারণে এই হত্যাকান্ড তা এখন বলা যাচ্ছে না। হত্যার কারণ বের করতে এবং ঘটনার সাথে জড়িতদের গ্রেফতার করতে পুলিশের একাধিক টিম কাজ করছে।